কামাল খান

এবার ৫০০ পর্বের একটি দীর্ঘ ধারাবাহিক নাটক নির্মাণ করতে যাচ্ছেন জনপ্রিয় নির্মাতা কামাল খান। তিনি জানিয়েছেন ‘মাধবীলতা হারিয়ে গেছে' শিরোনামের ধারাবাহিকটির শুটিং শুরু হবে শিগগিরই। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনাও করছেন তিনি।

এতে কামাল খানের সঙ্গে প্যানেল পরিচালক হিসেবে থাকছেন স্বনামখ্যাত চারজন নাট্য নির্মাতা। তাদের মধ্যে এস. এম. কামরুজ্জামান সাগর এবং শেখ রুনার নাম জানা গেছে।

নির্মাতা কামাল খান জানান, এই ধারাবাহিকের গল্প উপস্থাপনের ক্ষেত্রে আঙ্গিকগত কিছু ভিন্নতা থাকবে। সমাজের বিভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে আসা চরিত্রগুলো একটি কেন্দ্রে এসে মিলিত হবে। চরিত্রগুলো আমাদের জীবনেরই, কিন্তু সমষ্টিগতভাবে এই জীবনটাই যেহেতু শিল্প হয়ে উঠছে ; সেহেতু ভিন্ন ভিন্ন ক্ষেত্রে শিল্পের রসগুলোও ভিন্ন ভিন্ন ভাবে প্রয়োগ হবে।

তিনি আরও জানান, চরিত্রানুযায়ী এখন নাটকটির শিল্পী নির্বাচন চলছে। টেলিভিশনের জনপ্রিয় এবং নন্দিত শিল্পীদের পাশাপাশি অনেক মঞ্চ শিল্পী এই শিল্পকর্মে যুক্ত থাকবেন। ইউনিফ্রেম-এর প্রযোজনায় নাটকটির নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন পাপলু খান।

আরআইজে