সংগীতশিল্পী জনি খন্দকার গান করছেন ২০১২ থেকে। প্রথম গান ‘তুমি আমার শুধু আমার’ দিয়েই এই শিল্পী পরিচিতি লাভ করেন। ২৮ এপ্রিল ২০২১ পর্যন্ত ইউটিউবে তার সেই গানটির ভিউ ৩২ মিলিয়নেরও বেশি।

সম্প্রতি বাপ্পা মজুমদারের সুর ও সংগীতায়োজনে ফাহমিদা নবীর সঙ্গে জনির গাওয়া ‘চাইছি হতে’ গানটিও দর্শকের মন কেড়েছে। এর আগে জনি ও ন্যানসির গাওয়া ‘ভালোবাসি যাও না বলে এবং ‘প্রিয়তমা’ গান দুটি টিকটকে ব্যাপক সাড়া ফেলে। তাছাড়া জনি ও মোহনার গাওয়া ‘কখনো দুঃখ পেয়ো না’ গানটিও টিকটকে অনেক ভাইরাল। যা মানুষের মুখে মুখে শোনা যায়।

বর্তমান ব্যস্ততা নিয়ে জনি খন্দকার বলেন, “আমার জনপ্রিয় গান ‘তুমি আমার ২’ এর কাজ চলছে। প্রথমটির মতো এটিরও সুর করেছেন বেলাল খান। সংগীতায়োজন করছেন আভ্রাল সাহির। করোনা পরিস্থিতির কারণে কাজটি ধীর গতিতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই গানটি আমার প্রিয় দর্শকদের জন্য প্রকাশ করব। তাছাড়া বিভিন্ন কোম্পানি থেকে নতুন কিছু গানের অফার এসেছে, সেগুলোরও কাজ চলছে।”

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে জনি জানান, তিনি শ্রোতাদের ভালোবাসায় আজ শিল্পী। ভালো গান গেয়ে দেশের সংগীতকর্মকে এগিয়ে নিয়ে যাওয়াই তার স্বপ্ন। এ জন্য সিনিয়র শিল্পীদের সহযোগিতা কামনা করেন তিনি। চান শ্রোতাদের দোয়া ও ভালোবাসা।