মালবিকার শেষকৃত্যেও পাশে ছিল না পরিবার
ভারতীয় অভিনেত্রী নূর মালবিকা দাসের আত্মহত্যার ঘটনায় হতবাক তার ভক্ত-অনুরাগীরা। অসমীয় এই অভিনেত্রী অনেক হিন্দি সিনেমাসহ ওয়েব সিরিজেও কাজ করেছেন। ডিজনি প্লাস হটস্টারের ওয়েবসিরিজ ‘দ্য ট্রায়াল’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন তিনি। সেখানে কাজল এবং যিশু সেনগুপ্তের মতো অভিনেতাদের সঙ্গে দেখা গিয়েছিল সদ্য প্রয়াত এই অভিনেত্রীকে।
তার এই কর্মজীবনে শোবিজে আসার আগে একটি বিমান সংস্থার বিমান সেবিকার দায়িত্বে ছিলেন মালবিকা। স্বভাবে লড়াকু ছিলেন। 'ট্রায়াল' সিরিজে অভিনেত্রী কাজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকতেন; ইনস্টাগ্রামে মালবিকার অনুসরণকারীর সংখ্যা দেড় লাখের বেশি।
বিজ্ঞাপন
আসাম থেকে দু'চোখ ভরা স্বপ্ন নিয়ে মায়ানগরী মুম্বাইতে হাজির হয়েছিলেন মালবিকা। কিন্তু সেই মুম্বাইতেই মিললো অভিনেত্রীর মরদেহ। গত ৬ জুন থেকে নিখোঁজ ছিলেন মালবিকা। পরে মালবিকার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে মালবিকার মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যদিও পুলিশ প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই অনুমান করেছে। মরদেহ উদ্ধারের সময় মালবিকার ফ্ল্যাট থেকে তার ফোন, ডায়েরি, আর বেশকিছু ওষুধপত্র উদ্ধার করেছে। মালবিকার ফোন থেকে ডিলিট হওয়াও নানা চ্যাট উদ্ধার করছে মুম্বাই পুলিশের সাইবার সেল। কিন্তু মালবিকার মরদেহ নিতে কোনো আত্মীয়-পরিজন আসেননি। শুধু তাই নয়, অভিনেত্রীর শেষকৃত্যেও পাশে ছিল না তার পরিবার।
মালবিকার পারিবারিক সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, মনের মত কাজ করছিলেন না বলে অনেকদিন ধরে অবসাদে ভুগছিলেন মালবিকা।
ভারতের আসামের বাসিন্দা নূর মালবিকা আরও কিছু ওয়েব সিরিজে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ‘সিসকিয়ান’, ‘ওয়াকম্যান’, ‘তিখি চাটনি’, ‘জাগন্য উপয়া’, ‘চার্মসুখ’, ‘দেখি উন্দেখি’, ‘ব্যাকরোড হাস্টল’-এর মতো ছবি।
ডিএ/