আহত অবস্থায় শুটিং সেটে ফিরেছেন ফাল্গুনী চ্যাটার্জি!
সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতে অভিনয় করার সময় ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়েছিলেন বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনী চ্যাটার্জি। শুটিংয়ের মাঝে হঠাৎ এ অভিনেতার উপর কাচ ভেঙে পড়ে।
এরপর রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডান হাঁটুর নিচে দুইটি সেলাই পড়েছে, চিকিৎসকরা তাকে আগামী কয়েকদিন গোসল করতে নিষেধ করার পাশাপাশি বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
বিজ্ঞাপন
তবে ফাল্গুনী চ্যাটার্জির কাছে যেন সবকিছু হার মেনেছে। বিশ্রাম না করে পায়ে সেলাই নিয়ে পুনরায় শুটিং সেটে ফিরেছেন।
শুটিং সেটে ফেরার বিষয়ে ফাল্গুনী চ্যাটার্জি বলেন,‘পরিবার আর ছবির পরিচালক তো আমায় তোলা তোলা করে রেখেছে। কেমন যেন তারকা তারকা লাগছে নিজেকে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ বর্ষীয়ান অভিনেতা, প্রচুর লোকে ফোন করে জানতে চেয়েছেন, ‘কেমন আছি। অনেক শুভেচ্ছা পেয়েছি। ছেলের জনপ্রিয়তা ছাপিয়ে যাওয়ার সাধ্য আমার নেই। সেটে যাতে কোনও সমস্যা না হয় এজন্য আমার সঙ্গে একজন অল্পবয়সী সহকারী পাঠিয়ে দিয়েছেন।’
সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে ফাল্গুনী ছাড়াও রয়েছেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায় ,সৌরসেনী মৈত্র সহ আরও অনেকে।
শুটিং শুরুর আগে ১০ দিনের কর্মশালার আয়োজন করেছিলেন সৃজিত। টুয়েলভ অ্যাংরি ম্যান দ্বারা অনুপ্রাণিত এই ছবির গল্প ১২ জন আইনজীবীর। একটি খুনের মামলা ঘিরে নিজেদের মধ্যে বিবাদ। যেখানে মিলে যায় কল্পনা আর স্বপ্ন। সেই রকম এক স্বপ্নের দৃশ্য শ্যুটেই এই দুর্ঘটনা। কলকাতা ছাড়াও শ্যুটিং হবে হাওড়া ও মন্দারমণিতেও।
এমআইকে/