বয়স যে তার কাছে নস্যি, তা প্রমাণিত আরও একবার। ৬৯ বছর বয়সে সিলভার স্ক্রিনে ম্যাজিক দেখালেন দক্ষিণী তারকা কমল হাসান। মুক্তি পেল ‘ইন্ডিয়ান ২’র ট্রেলার। দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেয়েছে এই ট্রেলার। তবে তা মুক্তি পেয়েছে 'হিন্দুস্থানি ২’ নামে। মুক্তির পরেই মুহূর্তে বয়ে যায় লাইক, কমেন্টের বন্যা।

শঙ্কর পরিচালিত ‘ইন্ডিয়ান ২’ নিয়ে অধীর অপেক্ষায় ছিলেন বিনোদনপ্রেমীরা। কমল হাসানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সিদ্ধার্থ, কাজল আগরওয়াল, পীযূশ মিশ্রা, অখিলেন্দ্র মিশ্রা ও রাকুলপ্রীত সিং। প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশনের পক্ষে ট্রেলার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, সেনাপতি নিজের ভূমিকায় আবার ফিরে এসেছেন। বহু প্রতীক্ষিত ট্রেলার এবার দর্শকের সামনে। রুদ্ধশ্বাস অ্যাকশনে ভরপুর আপনাদের পর্দা থেকে চোখ সরাতে দেবে না।

ট্রেলার শুরু হয়েছে দেশের দুর্নীতি ও অব্যবস্থাকে উল্লেখ করে। যেখানে বলা হয়, এ কেমন দেশ! যেখানে পড়াশোনা জানা লোকেদের কাজ নেই। কাজ আছে তো তেমন বেতন নেই। ট্যাক্স দিলেও জনগণ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। চোর চুরি করতেই থাকবে আর অপরাধীরা অপরাধ করতেই থাকবে।

এরপরেই পর্দায় এন্ট্রি হয় সিদ্ধার্থের। তাকে বলতে শোনা যায়, আমরা সব সময় সমাজকে দোষারোপ করি। সিস্টেম ঠিক নয়, তা নিয়ে চিৎকার করতে থাকি। কিন্তু তা ঠিক করার জন্য আমরা কিছুই করি না। শুধু কুকুরের মতো চিৎকার করি। এরপরেই সিদ্ধার্থ জানান, এই সমস্যার সমাধান করার জন্য প্রয়োজন একজন শিকারি কুকুরের। আর তিনি হলেন একজন হিন্দুস্তানি।

এরপরেই পর্দা কাঁপাতে আসরে নামেন কমল হাসান। ছবিতে যার নাম ‘সেনাপতি’। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী। তার সঙ্গে পর্দায় ভেসে ওঠে একের পর এক মার্শাল আর্টসের অনবরত স্টান্ট। এই কমল হাসানকে দেখে ভক্তরাই শুধু নয়, চমকে যাবেন দর্শকরাও। বহুরূপী কমল কখন, কোথায়, কীভাবে এন্ট্রি নিচ্ছেন, তা অবাক করতে বাধ্য। ২.৩৭ সেকেন্ডের ট্রেলারে বাড়তে থাকে ভিউয়ারের সংখ্যা।  অপরাধী যে অপরাধ করে পার পাবে না, এই ট্রেলারে দেখানো হয়েছে সেই ঝলক। বাকিটা দেখতে হলে অপেক্ষা করতে হবে ১২ জুলাই পর্যন্ত।

জেডএস