‘এদের বন্ধুত্ব ঈর্ষণীয়’
পার্থ বড়ুয়াকে ডিভাইস গিফট দিচ্ছেন বাপ্পা মজুমদার
পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদারের মধ্যে বন্ধুত্বের কথা সংগীতাঙ্গনের অনেকেরই জানা। সোলস ও দলছুট ব্যান্ডের এই দুই গায়ক বিশেষ দিনগুলোতে একে অপরকে সারপ্রাইজ দেন। এবার ইংরেজি নতুন বছরের শুরুতে যেমন পার্থ বড়ুয়াকে দুইটি ডিভাইস উপহার দিলেন বাপ্পা। যা পার্থর স্টুডিওর তথা নতুন গান তৈরিতে কাজে লাগবে।
দুই গায়ক, সুরকার, সংগীত পরিচালকের গিফট দেওয়া-নেওয়ার বিষয়টি সামনে নিয়ে আসেন দলছুট ও বাপ্পা মজুমদারের ম্যানেজার গীতিকবি শাহান কবন্ধ। ছবিটি নিজের ফেসবুকে প্রকাশ করেন শাহান। ক্যাপশনে লিখেন, ‘বন্ধুত্ব দীর্ঘজীবি হোক। বাপ্পা ভাই ২টা ডিভাইস গিফট দিলেন পার্থ দাকে। তাদের ভাষায়-মজুমদার টু বড়ুয়া।’
বিজ্ঞাপন
পোস্টটি পরে নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন পার্থ বড়ুয়া। পোস্টের নিচে মন্তব্য করেন বাপ্পা মজুমদার।
আরআইজে
বিজ্ঞাপন