কারারের ঝুলিতে ৭০ বিজ্ঞাপন
কারার মাহমুদ
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন কারার মাহমুদ। এরপর তাকে দেখা গেছে মিউজিক ভিডিও, শর্টফিল্ম ও ওয়েব সিরিজেও। কিন্তু তার আগ্রহের জায়গায় সবসময় বিজ্ঞাপন।
এবার বায়োপিকে অভিনয় করলেন কারার। যেখানে এক নেভি অফিসারের ভূমিকায় দেখা যাবে তাকে। বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে সম্প্রতি শেষ হয়েছে বিজ্ঞাপনটির কাজ। ঢাকা ও চট্টগ্রামে ৫ দিন এর শুটিং হয়েছে। এটি নির্মাণ করেছেন আবদুল্লাহ মুহম্মদ সাদ।
বিজ্ঞাপন
কারার বলেন, ‘ক্যারিয়ারে অনেকগুলো কাজ করেছি। তবে নৌবাহিনীর এই বায়োপিকটি অন্যতম এক অভিজ্ঞতা। দারুণ একটি প্রজেক্ট হতে যাচ্ছে।’
সম্প্রতি বেশ কয়েকটি বিজ্ঞাপন করেছেন কারার। এর মধ্যে রয়েছে অমিতাভ রেজার ‘সানসাইন আটা’ ও ‘গ্ল্যাক্সো ডি’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘রাধুনী মাংসের মসলা’, নাজমুল দিগন্তের ‘সুজুকি বাইক’। যেগুলো এরইমধ্যে প্রচার শুরু হয়েছে।
বিজ্ঞাপন
প্রচারের অপেক্ষায় রয়েছে সানি আবদুল্লাহর নির্মাণে পদ্মা ব্যাংকের একটি কাজ। যেখানে জুটি বেঁধেছেন অভিনেত্রী মমর সঙ্গে। এছাড়া একটি সরকারি প্রজেক্টসহ বেশ কয়েকটি বিজ্ঞাপনে দেখা যাবে কারারকে।
এখন পর্যন্ত ৭০টি বিজ্ঞাপনে কাজ করেছেন কারার। তার ঝুলিতে রয়েছে আরও ৫টি মিউজিক ভিডিও, ৫টি শর্টফিল্ম ও ২টি ওয়েব সিরিজ।
ছাত্রজীবন থেকে মডেল হওয়ার জন্য প্রস্তুতি নেন কারার মাহমুদ। নতুনদের জন্য যে জায়গাটা সহজ নয় সেটি শুরুতে জানতেন তিনি। কিন্তু নিজের লক্ষ্য থেকে সরে যাননি কখনও।
কারার বলেন, ‘অনেক ঘোরাঘুরির পর টেলিভিশন কাজ করার সুযোগ পেয়েছিলাম। আইডিএলসি কার লোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে আমাকে নির্বাচন করা হয়। নির্মাতা ছিলেন আশফাক উজ্জামান বিপুল। অনেক কষ্ট করেছি কাজটির জন্য। শীতের রাতে বৃষ্টিতে ভিজে জ্বর এসে যায়। তবে সেই কষ্ট সফল হয়। বিজ্ঞাপনটির জন্য বেশ প্রশংসিত হয়েছি।’
এমআরএম