এক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’ আনছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। যেখানে জুটি বেঁধেছেন অভিনেতা জাহিদ হাসান ও তমা মির্জা। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে এই সিনেমাটি।

এর আগে সিনেমাটির পূর্বাভাস অর্থাৎ ফোরটেস্ট প্রকাশ্যে এসেছে। ২৮ ফেব্রুয়ারি বিকেলে চরকির ফেসবুক পেজে সেই ফোরটেস্ট এর ভিডিও প্রকাশ পায়। ক্যাপশনে লেখা, ‘অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি…।’

এই শহর, শহরের কিছু মানুষ এবং তাদের অভিব্যক্তি দিয়ে সাজানো হয়েছে সিনেমাটির ফোরটেস্ট। ভিডিওর প্রথমদিকের কিছু দৃশ্য আর সংলাপে ধারণা করা যায়, মাদকবিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে কয়েকজন ধরে নিয়ে যাচ্ছে। এরপর নানা রকম অভিব্যক্তিতে ধরা দেন সিনেমাটির অভিনয়শিল্পীরা।

তবে কোন সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছেন নির্মাতা, তা এখনই বলতে চান না রায়হান রাফী। জানালেন, দর্শকরাই সেটা আবিষ্কার করুক।

গল্পের পাশাপাশি অভিনয়শিল্পী নির্বাচনেও চমক রেখেছেন রাফী। ‘আমলনামা’র মধ্যদিয়ে অনেকদিনপর ওটিটিতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। শুধু তাই নয়, কবি, গীতিকার, নির্মাতা কামরুজ্জামান কামু আছেন এই সিনেমায়। গাজী রাকায়েতকে এখানে পাওয়া যাবে নতুন অবতারে। অভিনেত্রী তমা মির্জা ও সারিকা সাবরিন আলো ছড়াবেন সিনেমায়।

ডিএ