ভারতের দক্ষিণী চলচ্চিত্রের নায়ক মাধবন। অভিনেতা হিসেবে তো বটেই, মানুষ হিসেবেও রয়েছে তার ব্যাপক প্রশংসা। কিন্তু এবার প্রশ্ন উঠল এই নায়কের স্বভাব-চরিত্র নিয়ে! অভিযোগ, এখনও সুযোগ পেলেই নাকি অল্প বয়সী মেয়েদের সঙ্গে ফ্লার্টিং করেন মাধবন। কখনো ইনবক্সে চুমুর ইমোজি পাঠান অভিনেতা- এমনও শোনা গেছে।

এবার এমন বিতর্কে মুখ খুললেন মাধবন। সম্প্রতি চেন্নাইয়ে একটি অ্যাপ লঞ্চ করতে এসে তিনি এই বিষয়ে কথা বলেন। 

অভিনেতার মতে, সোশ্যাল মিডিয়ায় যেগুলো চলে সেগুলো অদরকারি নজরদারি। এদিন তিনি অল্প বয়সী মেয়েদের সঙ্গে কথা বলার প্রসঙ্গে বলেন, 'আমি একজন অভিনেতা। আমার কাছে বহু মানুষের মেসেজ আসে ইনস্টাগ্রাম সহ সমস্ত সোশ্যাল মিডিয়াতেই।'

মাধবন বলেন, 'একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝাই। একজন অল্প বয়সী মেয়ে ধরুন আমায় মেসেজ করে লিখল যে আমি আপনার এই ছবিটি দেখেছি। আমার ভীষণ ভালো লেগেছে। আপনি একজন দারুণ ভালো অভিনেতা, খুব ভালো কাজ করেছেন। আপনি আমায় উৎসাহ জোগান, ইত্যাদি, ইত্যাদি। সেই মেসেজের শেষে সে অনেকগুলো লাল হৃদয়ের এবং চুমুর ইমোজি পাঠালো।'

তিনি এদিন আরও বলেন, 'এখন একজন অনুরাগী যখন এত ডিটেলে কোনো কথা লিখছেন, প্রশংসা করছেন তখন আমি বাধ্য উত্তর দিতে তাই না? আমি সাধারণত বলি অনেক ধন্যবাদ। এটা আপনার উদারতা। তো সেই মেয়েটি যদি আমার মেসেজের স্ক্রিনশট নেয় আর সেটা ইনস্টাগ্রামে পোস্ট করে তখন মানুষ কী দেখে? ওই লাল হৃদয়ের ইমোজি, চুমুর ইমোজি। আমি তো সেগুলোতে উত্তর দেই না আদতে। আমি ওর করা মেসেজের উত্তর দিই। কিন্তু মানুষ সেসব না দেখে বলে যে মাধবন অল্প বয়সী মেয়েদের সঙ্গে এটা সেটা করে। লোকজন ভাবেও না এটার জন্য কতটা সমস্যা হতে পারে, বা কী হয়।'

ডিএ