চলে গেলেন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার কর্ণধার সেলিম খান। করোনা আক্রান্ত হয়ে ৪ ডিসেম্বর রাজধানী ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল লাইফ সাপোর্টে দেওয়া হয়। কিন্তু আর ফিরে আসা হলো না তাঁর। 

আজ (১০ ডিসেম্বর) সকাল ৭টায় মারা যান তিনি। মৃত্যুকারে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। সেলিম খানের ছোট ভাই ও  সংগীতার সিইও রবিন ইমরান জানান, আজ আসরের পর লক্ষ্মীবাজারে তাঁর জানাজা হবে। এরপর জুরাইন গোরস্থানে সেলিম খানকে দাফন করা হবে।

১৯৮২ সাল থেকে সংগীতা মিউজিক প্রতিষ্ঠানে যাত্রা শুরু। প্রখ্যাত এই প্রতিষ্ঠান থেকে দেশের অনেক জনপ্রিয় সংগীতশিল্পীদের অ্যালবাম বের হয়। শুধু গান নয় এই প্রতিষ্ঠান থেকে প্রকাশ পায় আবৃত্তি ও নাটক।

চার দশকে সেলিম খানের হাত ধরে অনেক শিল্পীর উথান হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন সংগীতাঙ্গনের অনেক তারকা। 

সময়ের সাথে কাজের ধরন বদলেছেন তিনি। দেশে অডিও বাজারের অবস্থা যখন খারাপের দিকে, সেই সময় নতুন আঙ্গিকে শুরু হয় সংগীতা। মিউজিক ভিডিও ও নাটক প্রযোজনা শুরু করে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত সংগীতাকে সমান জনপ্রিয়তার তালিকায় রেখেছেন সেলিম খান।

এমআরএম