মেকআপ ছাড়া পিয়া জান্নাতুল দেখতে কেমন?
জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিয়া জান্নাতুল বেশ সক্রিয় রয়েছেন। সম্প্রতি তিনি একটি ছবি শেয়ার করেছেন। যেখানে ভক্ত-অনুরাগীদের মাঝে মেকআপ ছাড়া ধরা দিয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ছবিতে দেখা যায়, খোলা চুলে মিষ্টি হাসিতে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। ছবি শেয়ার করে পিয়া ক্যাপশনে লিখেছেন, ‘মেকআপ ছাড়া, ভয় পেয়ো না।’ কমেন্টে বক্সে নেটিজেনরা অভিনেত্রীর বেশ প্রশংসা করেছেন।
বিজ্ঞাপন
একজন নেটিজেনের কথায়, ‘ন্যাচারাল সবকিছুই সুন্দর। তাই ন্যাচারাল লুকে আপনাকে অসাধারণ লাগছে।’ আরেকজনের ভাষ্য, আমি মনে করি কোনো ধরনের মেকআপ ছাড়া আপনাকে অনেক বেশি সুন্দর লাগে। তাই মেকআপ না করলে ভালো হবে।’
প্রসঙ্গত, শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়া জান্নাতুল। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করতেন।
এমআইকে