এবারের ঈদে নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন তরুণ অভিনেতা মৃন্ময় অমিত। রহস্য, রোমাঞ্চ ও ভালোবাসায় মোড়ানো রোমান্টিক ফিকশন ‘মেঘমালা দ্বীপের রহস্য’তে অভিনয় করেছেন তিনি।  

Moonlight Entertainment-এর প্রযোজনায় নির্মিত এই ফিকশনটি  মুক্তি পেতে যাচ্ছে ঈদের তৃতীয় দিন।

রাইয়ান খানের গল্পে রোমান্টিক এই ফিকশন পরিচালনা করেছেন মুস্তাফা তারিক হাদী। 

কক্সবাজারের টেকনাফ উপকূলবর্তী শাহপরীর দ্বীপে চিত্রায়িত এ গল্প প্রথমবারের মতো ওই অঞ্চলে পূর্ণাঙ্গ ফিকশন হিসেবে নির্মিত হয়েছে।

গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে মেঘমালা নামক এক রহস্যময় দ্বীপে ঘুরতে যাওয়া ৩ যুবতী ও ৫ যুবকের একটি দল। কিন্তু সেখানে ঘটতে থাকা একের পর এক রহস্যজনক ঘটনা তাদের আনন্দযাত্রাকে অজানা বিপদের দিকে ঠেলে দেয়।

নতুন কাজ নিয়ে দারুণ উচ্ছ্বসিত মৃন্ময় অমিত। তিনি বলেন, ‘এটি একেবারেই ব্যতিক্রমধর্মী গল্প। দারুণ একটি অভিজ্ঞতা হয়েছে শুটিং করতে গিয়ে। আশা করছি দর্শকরা আমাদের কাজটি বেশ উপভোগ করবে।’

নাটক থেকে ওয়েব ফিল্ম—সব জায়গায়ই মৃন্ময় অমিত সমানভাবে কাজ করে যাচ্ছেন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আপাতত অভিনয় নিয়েই বেশি ভাবছি। কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। ভালো কিছু গল্পের অপেক্ষায় আছি।’

এর আগে ‘রাইটার’, ‘কাল্পনিক’, ‘ভালোবাসার বিয়ে’-সহ একাধিক জনপ্রিয় নাটকে এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মৃন্ময়। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে।