কেন একে অপরকে আনফলো করলেন যশ-নুসরাত
সম্প্রতি মুক্তি পেয়েছে ওপার বাংলার অভিনেতা যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান অভিনীত ছবি ‘আড়ি’। আর এই ছবির রেশ কাটতে না কাটতেই টালিগঞ্জের এই তারকা দম্পতির জীবনে এক বড় পরিবর্তন দেখা গেল। হঠাৎ ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন যশ ও নুসরাত।
তাদের ফলোয়িং তালিকাতে এখন আর একে অপরের নাম দেখা যাচ্ছে না। যদিও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি হননি এই তারকা জুটি।বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যশ ও নুসরাতের একসঙ্গে ছবি ও ভিডিওগুলো আগের মতোই রয়েছে। একে অপরকে ট্যাগ করা পোস্টগুলোও রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তাহলে হঠাৎ কী এমন ঘটল যার জন্য তারা একে অপরকে আনফলো করলেন? নেটিজেনদের অনেকেই মনে করছেন, এটি সম্ভবত তাদের নতুন কোনো প্রচার কৌশল বা ‘প্রমোশনাল স্টান্ট’। কিন্তু সত্যিই কি তাই, নাকি তারকা জুটির মধ্যে বাড়ছে দূরত্ব?
বিজ্ঞাপন
এর আগেও এমন ঘটনা দেখা গেছে টালিগঞ্জে। ‘খাদান’ মুক্তির পর ইনস্টাগ্রামে দেবকে আনফলো করেছিলেন রুক্মিণী মৈত্র। সে সময় তাদের মধ্যে দূরত্বের গুঞ্জন উঠেছিল এবং মান-অভিমানের পালা চলছিল বলেও রটে। যদিও দেব ও রুক্মিণী কেউই তা স্বীকার করেননি এবং পরবর্তীতে তাদের আবার একসঙ্গে দেখা গেছে।
প্রসঙ্গত, টালিগঞ্জের অন্যতম আলোচিত জুটি যশ-নুসরাত। তাদের ছেলে ঈশানকে নিয়ে তাদের সুখী সংসার। কাজ ছাড়া বেশিরভাগ সময়ই তারা একে অপরের সঙ্গে কাটাতে পছন্দ করেন।
এমআইকে