লুঙ্গি পরে আসায় সৃজিতের নাটক দেখা হলো না নাট্যশিল্পীর
ভারতের কলকাতায় নিয়মিতই আয়োজন করা হয় মঞ্চ নাটকের। সম্প্রতি সেখানে ‘মার্কস ইন কলকাতা’র আয়োজনে তিনদিন ব্যাপী তিনটি নাটক মঞ্চস্থের আয়োজন করা হয়। সেখানে অভিনেতা হিসেবে টালিউড পরিচালক সৃজিত মুখার্জিরও পারফর্ম করছিলেন। আর তাকে দেখতে উদগ্রীব ছিলেন সকলেই।
কলকাতা শহরের জি ডি বিড়লা সভাঘরে আয়োজিত এই মঞ্চ নাটক দেখতে প্রেক্ষাগৃহে প্রবেশ করতে যাচ্ছিলেন নাট্যশিল্পী জয়রাজ ভট্টাচার্য। কিন্তু পড়েন বাধার মুখে। কারণ, তার পরনে ছিল লুঙ্গি। জয়রাজ জানিয়েছেন, প্রেক্ষাগৃহে তাকে প্রবেশের অনুমতি দেননি দ্বাররক্ষীরা।
বিজ্ঞাপন
ঘটনার বিবরণ দিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভপ্রকাশ করেছেন জয়রাজ। লিখেছেন, ‘জি ডি বিড়লা সভাঘরে আজ মার্ক্স ইন কলকাতা’র শো আছে। বৈধ টিকিট থাকার সত্ত্বেও আমি এইমাত্র অডিটোরিয়ামে ঢুকতে গিয়ে বাধাপ্রাপ্ত হলাম, কারণ লুঙ্গি পরেছিলাম। দ্বাররক্ষক স্পষ্ট জানালেন- ‘লুঙ্গি নট এলাউড!’ কী আর করা যায়, লুঙ্গি গুটিয়ে মানে মানে ভদ্রলোকের জায়গা থেকে কেটে পড়লাম!’
আরও পড়ুন
বিজ্ঞাপন
এই ঘটনার পরই ক্ষোভ উগড়ে দেন জয়রাজের বন্ধু সংগীতশিল্পী অর্ক মুখার্জি। জানিয়েছেন, তিনি নিজেও পরবর্তীতে লুঙ্গি পরেই জিডি বিড়লা সভাঘরে যাবেন। আর নিয়ে বিতর্ক হতেই ‘স্বপ্নসন্ধানী’ নাট্যদলের পক্ষ থেকে এক শিল্পী ঋদ্ধি সেন ক্ষমা চেয়ে নেন জয়রাজের কাছে।
কারণ সেদিন সংশ্লিষ্ট নাট্যদলের ৩৩ বছর উপলক্ষ্যে তিনদিন ব্যাপী তিনটি নাটক মঞ্চস্থের আয়োজন করা হয়েছিল। সেই তালিকার অন্যতম ‘মার্কস ইন কলকাতা’। এ প্রসঙ্গে জয়রাজ বলেছেন, ‘এইমাত্র ঋদ্ধি সেন ফোন করল। এই দায় স্বপ্নসন্ধানীর নয়, তারা বিড়ম্বনার মধ্যে পড়ুক আমি চাই না। এই সমস্যা- হল কর্তৃপক্ষের। এমনকি ওই দ্বাররক্ষকেরও নয়। ওপরমহল ওকে নির্দেশ না দিলে এমন কাণ্ড ঘটাত না।’
ডিএ