ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস’-এর চতুর্থ সিজন- যার নাম ‘ক্রিমিনাল জাস্টিস: আ ফ্যামিলি ম্যাটার’। এই নতুন সিজনে ফের আইনজীবী মাধব মিশ্র চরিত্রে ফিরেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। এবার তিনি নিজের সংস্থা ‘মাধব মিশ্র অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর হয়ে একটি হত্যাকাণ্ডের মামলা লড়ছেন।

সিজনের শুরুতেই দেখা যায়, নার্স রোশনি- সার্জেন ডক্টর রাজ নাগপালের সঙ্গে একটি পরকীয়ার সম্পর্ক জড়ান। এরপর রহস্যজনকভাবে রোশনি খুন হন। এ ঘটনায় গ্রেপ্তার হন দুইজন। মূলত এ নিয়েই সিরিজের কাহিনি।

পরপর তিনটি এপিসোড মুক্তি পেয়েছে সিরিজটির। আর তা ইতোমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পঙ্কজ ত্রিপাঠীর অনবদ্য অভিনয় যেমন আলোচনায়, তেমনি দর্শকও ক্ষুব্ধ ডিজনি হটস্টারের ওপর। তার কারণ, কেন শুধু তিনটি এপিসোডটি রিলিজ করা হলো? আপাতত এই প্রশ্নেই উত্তাল সোশ্যাল মিডিয়া।

একজন ভক্ত টুইট করে লিখেছেন, ‘প্রথম তিনটি এপিসোড তুলনায় হালকা হলেও টুইস্ট ছিল। এখন থেকে গল্প আরও গাঢ় হবে। পঙ্কজ ত্রিপাঠী আবারও দুর্দান্ত পারফর্মেন্স দিয়েছেন, তার অভিনয়ে কমেডির ছোঁয়াও এসেছে। মনে হচ্ছে মামলাটা সহজ, কিন্তু ধোঁয়াটে।’

তবে সিরিজের সফলতা সত্ত্বেও অনেক দর্শক হটস্টারের রিলিজ কৌশল নিয়ে ক্ষুব্ধ। মাত্র তিনটি এপিসোড রিলিজ হওয়ায় বহু নেটিজেন সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘মাত্র ৩টি এপিসোড দেখে, বাকিটার জন্য অপেক্ষা করা খুবই বিরক্তিকর। এইভাবে এপিসোড রিলিজ করলে বিঞ্জ-ওয়াচের মজা মরে যায়।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘এইভাবে এপিসোড রিলিজ করলে সাবস্ক্রাইবার হারাবেন। ক্রিমিনাল জাস্টিস সিরিজটাই শেষ পর্যন্ত ফ্লপ হয়ে যাবে।’ 

রোহন সিপ্পি পরিচালিত এবং সামীর নায়ার প্রযোজিত এই সিজনে মুখ্য ভূমিকায় রয়েছেন মোহাম্মদ জিশান আয়ুব, সুরভীন চাওলা, আশা নেগি, খুশবু আতরে, মিতা বসিষ্ঠ এবং শ্বেতা বসু প্রসাদ।

ডিএ