বাবা হলেন পরমব্রত চ্যাটার্জি
ওপার বাংলার অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। জামাইষষ্ঠীর বিশেষ দিনেই তার স্ত্রী পিয়া চক্রবর্তী এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। রোববার (০১ জুন) একটি বেসরকারি হাসপাতালে তাদের সন্তানের জন্ম হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষটি নিশ্চিত করেন পরমব্রত-পিয়ার বান্ধবী রত্নাবলী রায়। তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘পুত্রসন্তান হয়েছে পরম-পিয়ার।’ এদিকে পরমব্রত জানান, মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নতুন সদস্যের আগমনের জন্য পরমব্রত ও পিয়া দুজনেই অপেক্ষায় ছিলেন, ঠিক যেমন তাদের অনুরাগীরাও। সিনেমার প্রচারে ব্যস্ত থাকলেও, পরমব্রত কিছুদিন ধরে পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন। গত ফেব্রুয়ারিতে তারা তাদের পরিবারে নতুন সদস্য আসার খবরটি ভাগ করে নিয়েছিলেন।
চলতি মাসের ২৭ জুন পরমব্রতর জন্মদিন ছিল। এর আগে একটি সাক্ষাৎকারে পিয়া জানিয়েছিলেন যে, বাবা ও সন্তানের একই মাসে জন্ম হতে পারে। ভক্তরা অধীর আগ্রহে এই বিশেষ দিনের অপেক্ষায় ছিলেন, এবং রোববার সকালে এই সুখবর ছড়িয়ে পড়তেই সবার মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।
২০২৩ সালের শেষে পরমব্রত ও পিয়া ভালোবেসে গাঁটছড়া বেঁধেছিলেন। খুব কাছের মানুষদের নিয়েই একটি পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে তারা নতুন জীবন শুরু করেন। সন্তান জন্মের আগে তারা প্রতি মুহূর্তে উচ্ছ্বসিত ছিলেন এবং নানা পরিকল্পনাও করেছিলেন।
এমআইকে