ভক্তদের সতর্ক করলেন অভিনেত্রী শ্রুতি
ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই খবর জানিয়ে ভক্তদের সতর্ক করেছেন শ্রুতি।
তিনি অনুরাগীদের উদ্দেশে বলেছেন, তার প্রোফাইল থেকে আসা কোনো মাইক্রোব্লগিং লিংক যেন তারা গ্রহণ না করেন এবং তার অ্যাকাউন্ট থেকে করা কোনো পোস্টে যেন সাড়া না দেন।
বিজ্ঞাপন
ইনস্টাগ্রামে শ্রুতি লিখেছেন, ‘আপনাদের সকলকে জানাচ্ছি যে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে যাবতীয় যা পোস্ট করা হচ্ছে তা আমি করছি না। সুতরাং, কোনো পোস্ট দেখে কোনো রকম আলাপ-আলোচনায় যাবেন না ওই প্রোফাইলে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
২৩ জুন শ্রুতি তার এক্স হ্যান্ডেলে শেষ পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমিই কি একমাত্র যে বিষণ্ণ ও বৃষ্টিবহুল আবহাওয়ায় অনেক বেশি উৎফুল্ল ও পজিটিভ থাকি?’ এরপরই তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার এই ঘটনা ঘটে।
সম্প্রতি শ্রুতি হাসান ‘ঠগ লাইফ’ ছবির অডিও লঞ্চে একটি জমকালো পারফরম্যান্স দিয়ে দর্শক মুগ্ধ করেছেন। চেন্নাইয়ে ছবির পুরো কাস্ট এবং সুরকার এ আর রহমানের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন তিনি। এরপর তাকে লোকেশ কানাগরাজের ‘কুলি’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে শ্রুতি ছাড়াও রজনীকান্ত, নাগার্জুনাসহ আরও অনেকে অভিনয় করছেন।
এমআইকে