মোশাররফ করিম কি সত্যিই কোচিংয়ে পড়াতেন?
দিন কয়েক ধরে সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে এক পুরোনো ছবি। যেখানে দেখা যায় দেশের অভিনয় জগতের অন্যতম এক জনপ্রিয় মুখ- মোশাররফ করিমকে! এক দেখায় কেউ ভেবে নিয়েছেন- এটি অভিনেতার ছাত্রজীবনের ছবি। আদতে ছাত্র নয়; সে সময় এই অভিনেতা করতেন শিক্ষকতা।
শিক্ষকদের সঙ্গে ছাত্রদের ফ্রেমবন্দীর মতো এমন মিষ্টি মুহূর্ত এখনকার সময়ে সোশ্যাল মিডিয়ার 'শো-অফ' হলেও দশক নব্বইয়ের সময় স্মৃতি ধরে রাখতে একফ্রেমে ধরা দিত পুরো ক্লাসরুম। শিক্ষক থেকে শুরু করে টপার, ব্যাক বেঞ্চার পর্যন্ত-সকলেই থাকতেন সেখানে। অভিনেতা মোশাররফ করিমের জীবনেও ছিল এমন মুহূর্ত; আর তা অনেক বছর পর প্রকাশ হতেই ভক্তরাও আপ্লুত!
বিজ্ঞাপন
মোশাররফের এই ছবি ছড়িয়ে পড়ার পর অনেকের প্রশ্ন, এখানে অভিনেতা ছাত্র নাকি শিক্ষক? কারণ, সে সময় মোশাররফ করিম দেখতে ছিলেন ১৯-২০ এর এক তরুণ। কিন্তু জানা গেল, তখন শিক্ষকতা করতেন তিনি; বাংলা বিষয় নিয়ে পড়াতেন ই-হক কোচিং সেন্টারে। আর তখন সকলের কাছে পরিচিত ছিলেন ‘শামীম স্যার’ নামে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
মোশাররফের সদ্য ভাইরাল এই ছবিটির মন্তব্যঘরে হাবিবুর রহমান নামের একজন লেখেন, 'আমিও ওনার ছাত্র ছিলাম।' আরেকজন লেখেন, 'আমি ই হকের শামীম স্যারের কাছে পড়েছি; তিনি খুব ভালো বাংলা পড়ান।'
শুধু তাই নয়, সংগীতশিল্পী কনাও ছিলেন শামীম স্যার তথা মোশাররফ করিমের ছাত্রী। এর আগে এক সাক্ষাৎকারে কনা বলেছিলেন, ‘আমি যে কোচিংয়ে পড়তাম সেখানে মোশাররফ করিম ভাই পড়াতেন। ওনার ডাক নাম হচ্ছে শামীম। আমরা শামীম ভাই বলে ডাকতাম। তবে আমাদের কাছে কোনো ক্লু ছিল না যে উনি এত বড় অভিনেতা হবেন। তিনি খুব রাগী ছিলেন।'
মোশাররফ করিম ১৯৭১ সালের ২২ আগস্ট বাংলাদেশের দক্ষিণের জেলা বরিশালের গৌরনদী উপজেলায় জন্মগ্রহণ করেন। ক্যারিয়ারের শুরুতে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন- এমনটা তিনি নিজেও জানিয়েছিলেন অনেক সাক্ষাৎকারেই।
ডিএ