ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের বাংলা ব্যান্ড ‘হুলিগানিজম’-এর তৃতীয় গানের মিউজিক ভিডিওর শুটিং আবারও বন্ধ হয়ে গেছে। গত মে মাসেও একবার কলাকুশলীদের অসহযোগিতায় শুটিং বন্ধ হয়েছিল। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল যা ইন্ডাস্ট্রির অন্দরে পুরনো দ্বন্দ্বকে আবার উসকে দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গত পহেলা মে ফেডারেশনের এক মেগা মিটিংয়ের পর থেকেই ইন্ডাস্ট্রিতে জোর জল্পনা চলছিল যে, কলাকুশলীরা একযোগে অনির্বাণ ভট্টাচার্য পরমব্রত চ্যাটার্জি-সহ কয়েকজন পরিচালককে বয়কট করতে পারেন।

সেই আশঙ্কাই সত্যি হয় মে মাসের ১৪ তারিখে যখন অনির্বাণ ভট্টাচার্যের মিউজিক ভিডিওর শুটিং বন্ধ করে দেওয়া হয়। সে সময় কলাকুশলীদের একাংশ জানিয়েছিলেন, তারা এই অভিনেতা-পরিচালকের সঙ্গে কাজ করতে নারাজ।

মাস ঘুরলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। সোমবার (২৪ জুন) যোগেশ মাইমে অনির্বাণের এই অ্যালবামের শুটিং করার কথা ছিল। কিন্তু অনির্বাণ অভিযোগ করেছেন যে, সেটে কলাকুশলীরা গরহাজির ছিলেন এবং শুটে যোগ দিতে রাজি হননি। যদিও এর কারণ জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট কোনো গিল্ডই সরাসরি কিছু জানায়নি। 

প্রতিবেদনে আরও বলা হয়, রোববার রাত থেকেই নাকি টেকনিশিয়ানরা জানাতে শুরু করেন যে তারা কেউই অনির্বাণের মিউজিক ভিডিওর শুটিংয়ে আসতে পারবেন না। ফলে 'হুলিগানিজম'-এর মিউজিক ভিডিওর কাজ আবারও অনিশ্চয়তার মুখে পড়ল। শুধু তাই নয় অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে একটি সিনেমার কাজও নাকি স্থগিত রয়েছে বলে খবর। সব মিলিয়ে অভিনেতা, গায়ক এবং পরিচালক হিসেবে অনির্বাণ যে বেশ সমস্যায় পড়েছেন।

এমআইকে