আসছে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র ধারাবাহিক
ঢালিউডের কিংবদন্তী চলচ্চিত্র ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ এবার আসছে ছোটপর্দায়। জনপ্রিয় এই সিনেমার আদলে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে একটি নতুন ধারাবাহিক। যেখানে প্রথমবারের মতো জুটি বাঁধছেন কলকাতার ছোটপর্দার পরিচিত মুখ ইন্দ্রানী পাল এবং সিদ্ধার্থ সেন।
জি বাংলার নতুন রূপ ‘জি বাংলা সোনা’ চ্যানেলে খুব শিগগিরই দেখা যাবে এই ফ্যান্টাসিধর্মী মেগা। দীর্ঘদিন ধরেই নিত্যনতুন ধারাবাহিক এবং চ্যানেলের আগমন ঘটছে দর্শক মহলে।
বিজ্ঞাপন
সেই ধারাবাহিকতায়, জনপ্রিয় চ্যানেল জি বাংলা এবার আনছে তাদের নতুন সংস্করণ ‘জি বাংলা সোনা’। এই চ্যানেলে নতুন ধারাবাহিক থেকে শুরু করে রিয়েলিটি শো - সবকিছুই থাকছে ভিন্ন আঙ্গিকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইতোমধ্যে ধারাবাহিকের প্রোমো শ্যুটিং সম্পন্ন হয়েছে। টেকনিশিয়ান স্টুডিওতে চলবে এই নতুন মেগার কাজ। তবে এই ধারাবাহিকের চূড়ান্ত নাম এখনও ঠিক করা হয়নি।
জানা গেছে, মূলত জনপ্রিয় হিন্দি ও বাংলা সিনেমার আদলে তৈরি হবে এই চ্যানেলের ধারাবাহিকগুলো। এরই মধ্যে অক্ষয় কুমারের 'ও মাই গড' সিনেমার অনুকরণে আসছে 'শ্রীমান ভগবান দাস'।
এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে 'বেদের মেয়ে জ্যোৎস্না'র অনুপ্রেরণায় নির্মিত এই রূপকথার ধারাবাহিকটি। দর্শকদের কাছে ইন্দ্রানী পালকে শেষ দেখা গিয়েছিল 'নবাব নন্দিনী' ধারাবাহিকে।
অন্যদিকে, সিদ্ধার্থ সেন 'দেবী বরণ' ধারাবাহিকে নায়কের চরিত্রে সর্বশেষ অভিনয় করেছেন। এবার নতুন রূপে, নতুন জুটি হিসেবে ক্যামেরার সামনে ফিরছেন তারা।
এমআইকে