কানাডা যাচ্ছে ওয়ারফেজ
বাংলাদেশের রক সংগীতের এক অবিচ্ছেদ্য নাম ওয়ারফেজ। চার দশক আগে যাত্রা শুরু করা এই ব্যান্ড দলটি এখন কোটি শ্রোতার আবেগ-অনুভূতির জায়গা। মঞ্চে যখন ‘অবাক ভালোবাসা’, ‘জীবনধারা’ কিংবা ‘পূর্ণতা’- যখন বেজে ওঠে, তখন সহস্র কণ্ঠ একসঙ্গে গেয়ে ওঠে। এবার এমনই উন্মাদনা পৌঁছে যাচ্ছে কানাডায়।
২০২৪ সালে গানের ৪০ বছর উদযাপন করেছে ওয়ারফেজ। সেই উপলক্ষে দেশে-বিদেশে বছরব্যাপী কনসার্ট সফরের ঘোষণা দেয় তারা। এরই অংশ হিসেবে অস্ট্রেলিয়ার সফর শেষে এবার তারা যাচ্ছে কানাডায়। এবারের টুরের শিরোনাম ‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ সফরের আয়োজন করছে এমএনসি এন্টারটেইনমেন্ট। তাদের কথায়, ‘এটি শুধু কনসার্ট নয়, এটি চার দশকের রক ঐতিহ্যের উদযাপন।’
বিজ্ঞাপন
জানা গেছে, ‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’ এই সফরের শুরুটা হবে ৬ সেপ্টেম্বর, অন্টারিওর লন্ডন শহরে। এরপর একে একে ওয়ারফেজ পৌঁছাবে ভ্যাঙ্কুভার (৭ সেপ্টেম্বর), এডমন্টন (১২ সেপ্টেম্বর), হ্যালিফ্যাক্স (১৪ সেপ্টেম্বর), সেন্ট জনস (১৯ সেপ্টেম্বর), রেজিনা (২০ সেপ্টেম্বর), সাসকাচুয়ান (২১ সেপ্টেম্বর), টরন্টো (২৬ সেপ্টেম্বর), অটোয়া (২৭ সেপ্টেম্বর) এবং আগামী ৩ অক্টোবর উইনিপেগ কনসার্টের মধ্য দিয়ে ওয়ারফেজের সফর শেষ হবে।
ডিএ