ভোজপুরী সুপারস্টার পবন সিং এবং অভিনেত্রী অঞ্জলি রাঘব সম্প্রতি লখনউয়ে নতুন গান ‘সইয়াঁ সেবা করে’ প্রচারে অংশ নেন। সেখানেই ঘটে এক বিতর্কিত ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই অঞ্জলির উন্মুক্ত পেটে হাত দেন পবন সিং। প্রথমে অঞ্জলি হাসি দিয়ে বিষয়টি এড়িয়ে যান, কিন্তু পরে ক্ষোভ প্রকাশ করেন।

এক ভিডিওবার্তায় অঞ্জলি বলেন, “গত দুই দিনে আমি বিধ্বস্ত। প্রতিনিয়ত কুরুচিকর মেসেজ পাচ্ছি। জনসমক্ষে কেউ যদি অশ্লীলভাবে স্পর্শ করে, তা কি খুশি হওয়ার মতো ঘটনা?”

বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ক্ষমা চান পবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “অঞ্জলিজি, ব্যস্ততার কারণে আমি ভিডিওটি দেখতে পারিনি। বিষয়টি জানতে পেরে খুব খারাপ লেগেছে। আমার উদ্দেশ্য খারাপ ছিল না। যদি আমার আচরণ আপনার কাছে খারাপ লেগে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

অঞ্জলি অবশ্য জানিয়েছেন, তিনি বিষয়টি আর এগিয়ে নিতে চান না। তার ভাষায়, “পবনজি নিজের ভুল মেনে নিয়েছেন। তিনি আমার চেয়ে বয়স ও অভিজ্ঞতায় বড়। আমি তাকে ক্ষমা করেছি। জয় শ্রীরাম।”

তবে বিতর্ক এখানেই থামছে না। মঞ্চে ঘটনাস্থলেই কেন অঞ্জলি প্রতিবাদ জানাননি, সেই প্রশ্ন উঠছে নেটিজেনদের মধ্যে। আরও বিতর্ক সৃষ্টি হয়েছে পবনের বক্তব্য ঘিরে। 

ঘটনার পর তিনি দাবি করেছিলেন, অঞ্জলির পেটে মাছি বসেছিল, সেটি সরাতেই হাত দেন তিনি। কিন্তু এখন ক্ষমা প্রার্থনা করায় অনেকে প্রশ্ন তুলছেন—আসলে কোন বক্তব্যই বা সত্যি?

এনএইচ