অভিনেত্রী কুসুম শিকদার। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। 

কুসুম শিকদার নতুন লুক মানেই একরাশ মুগ্ধতা। সম্প্রতি শাড়ি পরা একাধিক ছবি শেয়ার করেছেন যা ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুলেছে। 

এদিকে কুসুম শিকদার নিজেও প্রশ্ন করেছে যে, কে এসব ছবি তুলেছে। শেয়ার করা ছবিতে দেখা যায় লাল কালারের শাড়িতে ধরা দিয়েছেন তিনি। 

ছবি শেয়ার করে কুসুম শিকদার ক্যাপশনে লিখেছেন, ‘ছবিগুলো কার তোলা জানি না, সুন্দর কিন্তু অস্পষ্ট।’

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর শাড়ি পরা ছবির বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘লাল শাড়িতে আসলেই সুন্দর লাগছে।’ আরেকজনের কথায়, ‘লাল কুসুম শাড়িতেও মানিয়েছে।’

এমআইকে