শুটিংয়ে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে চাপ, কেঁদে ফেলেন নায়িকা
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের পরিচিত মুখ অভিনেত্রী মোহিনী। কাজ করেছেন অসংখ্য দক্ষিণী সিনেমা-ড্রামায়। কিন্তু ১৯৯৪ সালে তার ‘কানমানি’ নামের একটি ড্রামার শুটিংয়ের সময় তাকে অন্তরঙ্গ দৃশ্যে কাজ করার জন্য চাপ দেওয়া হয়। যার ফলে নিজেকে ধরে রাখতে না পেরে রীতিমতো কেঁদে দেন অভিনেত্রী।
সম্প্রতি এক এক সাক্ষাৎকারে এ কথা প্রকাশ করেন অভিনেত্রী। মোহিনী জানান, কে সেলভামণি পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন অভিনেতা প্রশান্ত। ছবিটি যদিও বেশ আলোচনায় আসে। কিন্তু বিতর্কের জন্ম হয়েছিল একটি আইটেম গানের কিছু বোল্ড দৃশ্যের কারণে।
বিজ্ঞাপন
অভিনেত্রী মোহিনী বলেন, ‘পরিচালক সুইমসুট দৃশ্যের পরিকল্পনা করেছিলেন। আমি এতটাই অস্বস্তি বোধ করছিলাম যে কেঁদে ফেলেছিলাম। সাঁতারও জানতাম না, আর পুরুষ প্রশিক্ষকদের সামনে অর্ধেক পোশাকে শিখব— এটা ভাবতেই ভয় লাগছিল। বারবার অনুরোধ করার পর আমাকে কার্যত বাধ্য করা হয়।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
শেষ পর্যন্ত শুটিং কিছুক্ষণ বন্ধ থাকলেও ফের সেই শুট নেওয়া হয়। পরে মোহিনী স্পষ্টভাবে জানান, একই ধরনের দৃশ্যে আর অংশগ্রহণ করবেন না।
তার কথায়, ‘কানমানি একমাত্র সিনেমা যেখানে আমি আমার সম্মতি ছাড়া অতিরিক্ত গ্ল্যামারাস হয়েছি। পরিস্থিতির কারণে অনিচ্ছা সত্ত্বেও কিছু করতে হয়েছিল।’
ডিএ