যুক্তরাষ্ট্রের জনপ্রিয় লেট নাইট টিভি শো ‘জিমি কিমেল লাইভ’ এর উপস্থাপক জিমি কিমেলকে অনির্দিষ্টকালের জন্য অনুষ্ঠান থেকে সরিয়ে দিয়েছে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসি। ডানপন্থি প্রভাবশালী চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে শোতে মন্তব্য ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করার দায়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সঙ্গে শো-টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে টেলিভিশন কর্তৃপক্ষ। খবর বিবিসির।

এর আগে গত সোমবার সেই শোতে কিমেল বলেছিলেন, ‘মাগা গ্যাং মরিয়া হয়ে চেষ্টা করছে হত্যাকারীকে অন্যভাবে দেখাতে এবং ঘটনাটি থেকে রাজনৈতিক ফায়দা তুলতে।’

প্রতিবেদনে বলা হয়েছে, এখানে ‘মাগা’ বলতে ট্রাম্পের প্রচার স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বোঝানো হচ্ছে। কিমেল যে ট্রাম্পকে ইঙ্গিত করে কথাটি বলেছিলেন— তা উল্লেখ করা হয়েছে।

কার্ক হত্যার পর পতাকা অর্ধনমিত রাখার বিষয়টি নিয়েও কিমেল সমালোচনা করেছেন। তিনি ট্রাম্পের প্রতিক্রিয়াকে ব্যঙ্গ করে বলেছিলেন, ‘এটা কোনো প্রাপ্তবয়স্ক মানুষের শোক নয়, বরং চার বছরের শিশু যেমন সোনালি মাছ হারালে কাঁদে, ঠিক সেরকম।’

এদিকে ডিজনির মালিকানাধীন এবিসি জানিয়েছে, কিমেলের অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ’ আপাতত প্রচারিত হবে না। আর এবিসির ঘোষণার পর ট্রাম্পও প্রতিক্রিয়া জানিয়েছেন। এক পোস্টে প্রেসিডেন্ট লিখেছেন, ‘রেটিং সংকটে থাকা ‘জিমি কিমেল শো’ অবশেষে বাতিল হলো। এবিসি সাহসী সিদ্ধান্ত নিয়েছে।’

উল্লেখ্য, কিমেল ২০০৩ সাল থেকে ‘জিমি কিমেল লাইভ’ উপস্থাপন করছেন। তিনি চারবার অস্কার অনুষ্ঠানও সঞ্চালনা করেছেন।

ডিএ