ফের তারকাবহুল সিনেমা আনছেন উৎসব নির্মাতা, গল্পে রয়েছে চমক!
গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া তারকাবহুল ছবি ‘উৎসব’ দিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন নির্মাতা তানিম নূর। প্রেক্ষাগৃহে ব্লকবাস্টারের পর আবারও নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে তার পরবর্তী ছবি ‘বনলতা এক্সপ্রেস’।
গত মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে প্রকাশিত ৫২ সেকেন্ডের একটি মোশন ভিডিওতে সিনেমার নাম ঘোষণা করা হয়। দেখা গেছে, একটি ট্রেন ছুটে চলছে এবং ব্যাকগ্রাউন্ডে বাজছে অর্থহীনের ‘চাইতেই পারো’ গানটি। বলে রাখা ভালো, আগের ছবিতে (উৎসব) যেমন আর্টসেলের গান ব্যবহার করেছিলেন নির্মাতা, তেমনি নতুন ছবিতেও থাকছে নব্বইয়ের দশকে যাত্রা শুরু করা আরেকটি ব্যান্ডের সংগীত।
বিজ্ঞাপন
ভিডিওতে লেখা রয়েছে- “আগামী রোজার ঈদে আসছে আরেক ছায়াছবি, এবার সাথে রয়েছে দ্য ম্যাজিশিয়ান হুমায়ূন আহমেদ। উৎসবের পর তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’, ট্রেন মিস করবেন না কিন্তু।”
বিজ্ঞাপন
আরও পড়ুন
‘বনলতা এক্সপ্রেসের’ কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে একঝাঁক তারকাকে। তার মধ্যে রয়েছে- শরীফুল রাজ, সাবিলা নূর, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমকে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও অভিনয়শিল্পী চূড়ান্ত হয়নি।
তানিম নূরের ‘উৎসব’ ছিল নব্বই দশকের প্রেক্ষাপটে নির্মিত একটি গল্পনির্ভর ছবি, যেখানে একঝাঁক তারকার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। সেই সিনেমা মুক্তির পরই পরিচালক জানিয়েছিলেন, তার পরবর্তী কাজ হবে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে। এর পর থেকেই কৌতূহল ছিল, কোন উপন্যাস?
নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমানে চলছে ছবিটির চিত্রনাট্য লেখার কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিং। গল্পেও থাকছে চমক! যার একটি বড় অংশজুড়ে থাকবে ট্রেনভ্রমণের গল্প।
ডিএ