আবারও সুফি গান গাইলেন পুলক
১৫ বছর ধরে গান করছেন সংগীতশিল্পী পুলক অধিকারী। সুফি গানের জন্যই তিনি শ্রোতাদের কাছে বেশি পরিচিত। উচুঁ স্কেলের রাগাশ্রয়ী গানের জন্য শ্রোতাদের কাছে আলাদা সম্মানও পান এই গায়ক।
পুলক অধিকারী এবার কণ্ঠ দিলেন নতুন আরেকটি সুফি গানে। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে ‘বিধি’ শিরোনামের গানটির রেকর্ডিং হয়েছে। এর কথা ও সুর করেছেন হাবিব মোস্তফা। সংগীতায়োজনে অণু মোস্তাফিজ। গানটির মুখ-‘ভালোবেসে জনম জনম হয় যেন মোর গত, ও বিধি তুই দুঃখ আমায় দিবি আর কত?’
বিজ্ঞাপন
পুলক অধিকারী বলেন, ‘তরুণ গীতিকার ও সুরকার হাবিব মোস্তফার সঙ্গে এটা আমার প্রথম কাজ। গানটিতে তিনি শব্দ চয়ন ও সুরের গাঁথুনিতে যথেষ্ট মুন্সিয়ানা দেখিয়েছেন। আমি আমার সবটুকু দরদ দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। আশা করি শ্রোতারা গ্রহণ করবেন।
উল্লেখ্য, পুলক অধিকারীর কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া গানের তালিকায় রয়েছে-‘যাযাবর’, ‘মাওলা’, ‘আলগা করো গো খোঁপার বাঁধন’ (নজরুল সংগীত), ‘পিয়া রে’, ‘রব জানে’, ‘দয়াল’ প্রভৃতি।
বিজ্ঞাপন
আরআইজে