হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন জিতু
সিনেমার শুটিং ফ্লোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন টালিউডের জনপ্রিয় অভিনেতা জিতু কামাল। প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসার পাশাপাশি বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরিস্থিতি খারাপ হওয়ায় তড়িঘড়ি জিতুকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
তিন দিনের চিকিৎসায় অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হলে রোববার (৯ নভেম্বর) বিকেলে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে আপাতত বাসাতেই বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে।
বিজ্ঞাপন
‘ওরাও মানুষ’ ছবির শুটিং চলাকালে জিতু অসুস্থ হয়ে পড়ায় ফ্লোরে উপস্থিত অন্যান্য কলাকুশলী ও অভিনেতাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। জিতুর শারীরিক উপসর্গ দেখে অনেকে ডেঙ্গি বা ম্যালেরিয়ার আশঙ্কা করলেও, হাসপাতালে তার কিছু শারীরিক পরীক্ষা করা হয়।
জিতুর সব রিপোর্ট ভালো এলেও চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে সামান্য সংক্রমণ হয়েছে। অভিনেতা যেহেতু অ্যাস্থমা (হাঁপানি) এবং অ্যালার্জির সমস্যায় ভোগেন তাই চিকিৎসকরা এখন তাকে বিশেষভাবে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।
বিজ্ঞাপন
হাসপাতাল থেকে ছাড়া পেলেও জিতু কামাল কবে আবার শুটিংয়ে ফিরবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। জানা গেছে, আপাতত তাকে ছাড়াই 'ওরাও মানুষ' ছবির বাকি কাজ চলছে।
এমআইকে