থ্রিলার ছেড়ে এবার প্রেমের গল্পে সৃজিত
বেশ ব্যস্ত সময় পার করছেন সৃজিত মুখোপাধ্যায়। ২৫ জুন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ ‘রে’। অন্যদিকে বলিউডেও নতুন সিনেমা শুরু করছেন এই পরিচালক। তাপসী পান্নুকে নিয়ে তিনি নির্মাণ করবেন মিতালি রাজের বায়োপিক।
এর মধ্যে নতুন এক বাংলা সিনেমার ঘোষণা দিলেন সৃজিত। টলিউডের একঝাঁক নতুন অভিনেতাদের নিয়ে তিনি এবার নির্মাণ করবেন প্রেমের সিনেমা। যেখানে উঠে আসবে কলেজ প্রেমের গল্প।
বিজ্ঞাপন
সৃজিত বলেন, ‘পর পর অনেক ডার্ক সিনেমা করেছি। থ্রিলারও করেছি। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল আপাদমস্তক প্রেমের গল্প নিয়ে কাজ করার। আর সেটা মাথায় নিয়েই এক্স প্রেম। এই নামে গায়ক শিলাজিতের এক জনপ্রিয় অ্যালবাম রয়েছে।’
‘এক্স প্রেম’ শিরোনামে এই সিনেমায় অনিন্দ্যের সঙ্গে জুটি বাঁধবেন শ্রুতি দাস। অন্যদিকে অর্জুনের বিপরীতে দেখা যাবে মধুমিতা বসাককে। সিনেমাটি রোমান্টিক মিউজিক্যাল ঘরানায় নির্মাণ করতে চান পরিচালক সৃজিত।
বিজ্ঞাপন
সংগীতের ওপর তাই একটু বেশিই নজর দেওয়া হচ্ছে। সিনেমা সংগীত পরিচালনা করবেন সপ্তক সানাই দাস। জুলাই মাস থেকেই শুরু হবে শুটিং।
এমআরএম