নীনা গুপ্তা চেয়েছিলেন না তার মেয়ে অভিনয়ের জগতে পা রাখুক। সে জন্য তিনি মেয়েকে স্পষ্টভাবে অভিনেত্রী হওয়ার স্বপ্ন থেকে বিরত থাকতেও বলেছিলেন। 

মাসাবাকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখা থেকে বিরত থাকতে নীনা তাকে বলেছিলেন, সে যেমন দেখতে তাতে তার পক্ষে বলিউডে কাজ পাওয়াটা বেশ মুশকিল হবে। এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন নীনা গুপ্তা। 

ওই সাক্ষাৎকারে নীনা অকপটে স্বীকার করেছেন তিনি মেয়েকে বলেছিলেন,  মাসাবাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যদি অভিনেত্রীই হতে চাও, অভিনয়কেই পেশা করতে চাও তাহলে সোজা বিদেশে পাড়ি দাও। কারণ তোমাকে যেমন দেখতে, যেমন শারীরিক গঠন, তাতে ভারতীয় ছবিতে হাতে গোনা কিছু চরিত্রে হয়তো কাজের সুযোগ পাবে। সুতরাং হেমা মালিনী, আলিয়া ভাটের মতো জনপ্রিয় হওয়ার কথা স্রেফ ভুলে যাও! 

সেই সাক্ষাৎকারে নীনা আরও বলেন যে একবার বিমানে শাহরুখ এবং কারাণ জোহারের সঙ্গে তার দেখা হয়েছিল। একনম্বরে বদমাশ দু’টো। নিজেরাই আমাকে ওদের নাম্বার দিয়েছিল। তারপর যখন আমি ফোন করতাম তখন আর তুলতোই না!  

প্রসঙ্গত, মাসাবা এখন একজন বেশ নামি ফ্যাশন ডিজাইনার। এছাড়া নেটফ্লিক্সে ‘মাসাবা মাসাবা’ ওয়েব সিরিজে অভিনয়ও করেছেন তিনি। নীনা গুপ্তাকেও দেখা গেছে সেই ওয়েব সিরিজে।

এনএফ