সোশ্যাল মিডিয়ায় তিনি এখন আলোচনার কেন্দ্রে। মাঝে মাঝেই নিজের বেড়াতে যাওয়ার ছবি দিচ্ছেন তিনি। 

তার ছবি দেওয়ার ধারা থেকে বোঝা যায় পানি তার প্রিয়। তাই বেড়ানোর ফাঁকে ফাঁকে বিকিনি বা মনোকিনিতে মেদহীন টানটান শরীরে নজর কাড়ছেন ত্রিধা চৌধুরী। 

বাঙালি মেয়ে ত্রিধা মুম্বাইয়ে বেশ কিছু সিরিয়াল আর ওয়েব সিরিজ করে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু গত কয়েকমাসে তাকে নিয়ে এত আলোচনা অন্য কারণে। 

নিখিল-নুসরাত-যশ দ্বন্দ্বের মধ্যে হঠাৎই তা আগমন। তার সব ছবিতে নিখিলের ‘লাইক’ সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলে। এ বিষয়ে অবশ্য ত্রিধার বক্তব্য- নিখিল জৈন তার দিদির স্কুলের বন্ধু। তাই তাদের সঙ্গে পারিবারিক একটা সম্পর্ক রয়েছে। নিখিলের সঙ্গে সম্পর্কের কথা নাকচ করে দেন তিনি। একই বক্তব্য নিখিলেরও। 

গতকালই একটি রিল ভিডিও পোস্ট করেছেন ত্রিধা তার ইনস্টা হ্যান্ডেলে। পাহাড়ের কোলে হারিয়ে যেতে চান ত্রিধা। ভিডিওর সঙ্গে লিখেছেন, ‘আ স্যুভেনিয়র ফর লাইফ’।

ত্রিধার হাতে এখন বেশ কিছু কাজ। তাই আপাতত মুম্বাইয়ে ফিরেছেন। ‘আশ্রম’ ওয়ে সিরিজে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। এমনিতেই প্রচলিত আছে, ‘ওয়ার্ক হার্ড, পার্টি হার্ডার’, ত্রিধার ক্ষেত্রে হয়তো তা ‘ওয়ার্ক হার্ড, ট্র্যাভেল হার্ডার’।

এনএফ