অর্ষা-বর্ষণের কবিতাময় প্রেম!
টিভি পর্দায় অনেক বছর ধরে অভিনয় করছেন নাজিয়া হক অর্ষা। গুণী অভিনেত্রী হিসেবে তার পরিচিতি রয়েছে। অন্যদিকে এ সময়ের সম্ভাবনাময় অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায় তার দক্ষ অভিনয় নজর কেড়েছে দর্শক-সমালোচকের।
মেধাবী এই অভিনয়শিল্পীদ্বয় সম্প্রতি একসঙ্গে কাজ করলেন একটি নাটকে। নাম ‘নুরুলের শেষের কবিতা’। রচনায় লিমন আহমেদ। পরিচালনা করেছেন অভিনেতা নিকুল মন্ডল। এটিই তার পরিচালিত প্রথম নাটক।
বিজ্ঞাপন
জানা গেছে, নাটকটিতে এক কবির নীরব প্রেম ও বিরহ ফুটে উঠবে৷ যেখানে দেখা যাবে প্রেমিকা কবিতার জন্য তিনি কবি হয়ে ওঠেন। কিন্তু ঘটনাক্রমে সেই প্রেমিকাকে হারিয়ে শোকের সমুদ্রে ভেসে বেড়ান তিনি।
এ নাটকে বর্ষণ-অর্ষা ছাড়াও অভিনয় করেছেন ট্রান্সজেন্ডার হোচিমিন, শহীদুল্লাহ সবুজ, মিলি বাশার, মাসুম বাশার, আনন্দ খালেদ, হিল্লোল সরকার, জাহিদ হিমেল, জুয়েল মিয়া প্রমুখ। নাটকটির জন্য একটি গান লিখেছেন জাহিদ আকবর। সুর করেছেন অনুরুদ্ধ সুর। সুমন কল্যাণের সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন দেবলীনা সুর। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন এপি শুভ। আসন্ন কোরবানির ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচারিত হবে।
বিজ্ঞাপন
নাটকটি প্রসঙ্গে নিকুল মন্ডল বলেন, ‘এ নাটক দিয়ে আমার পরিচালক হিসেবে যাত্রা শুরু হতে যাচ্ছে। অনেক আবেগ ও প্রত্যাশা মিশে আছে কাজটির সঙ্গে। ধন্যবাদ জানাই নাটকটির সঙ্গে সম্পৃক্ত সবাইকে। সবার ভালোবাসা নিয়ে পরিচালনায় নিয়মিত হতে চাই।’
কেআই