ওস্তাদ শাহাদাত হোসেন খানের জন্মদিনে বিশেষ আয়োজন
বাংলাদেশের অন্যতম সেরা সরোদ বাদক ও সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খানের ৬৩তম জন্মবার্ষিকী আজ (৬ জুলাই)। ১৯৫৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। গত ২৮ নভেম্বর মারা যান গুণী এই সংগীতজ্ঞ।
মৃত্যুর পর প্রথমবারের মতো তার স্মরণে জয়ন্তী উদযাপনের আয়োজন করেছে ওস্তাদ শাহাদাত হোসেন খান সংগীত ফাউন্ডেশন। এ উপলক্ষে থাকছে একটি ভার্চুয়াল লাইভ অনুষ্ঠান। যা শুরু হবে আজ (৬ জুলাই) রাত ৮টায়। এতে থাকবে গান ও স্মৃতিচারণ পর্ব।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সরোদ বাদক ও সংগীতজ্ঞ ওস্তাদ আশীষ খান। আরও থাকবেন ওস্তাদ ইউসুফ খান (তবলা), আফসানা খান (সিতার), রুখসানা খান (সরোদ), সিরাজ আলী খান (সরোদ), জাকির হোসেন (তবলা), তানিম হায়াত খান রাজিত (সরোদ) প্রমুখ।
শাহাদাত হোসেন খানের শিষ্য ও পরবর্তী প্রজন্মের শিল্পীদের মধ্যে আছেন পারভেজ খান (সরোদ), মুরসালিন হিমু (সিতার), খাজা মো. মাসুম বিল্লাহ (বাঁশি), পৃথুল অর্ণব (সরোদ) প্রমুখ। স্মৃতিচারণ পর্বে থাকছেন ওস্তাদ আশীষ খান, কবি আলফ্রেড খোকন, সিতার বাদক অধ্যাপক রিনাত ফৌজিয়া ও মনিরুল ইসলাম।
বিজ্ঞাপন
এ আয়োজন প্রসঙ্গে ফাউন্ডেশনের আহ্বায়ক পূরবী খান বলেন, ‘এই মহতী আয়োজনের মাধ্যমেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নবগঠিত ওস্তাদ শাহাদাত হোসেন খান সংগীত ফাউন্ডেশন। যথাসময়ে উক্ত অনুষ্ঠানে যুক্ত হয়ে আমাদের এই উদ্যোগকে সার্থক করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।’
আরআইজে