সাবিনা ইয়াসমীন, ছবি : সাইফুল রাজু

এক বছর ধরে গৃহকর্মী নেই দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের বাসায়। আর তাই একা একা সব কাজ সামলাতে হচ্ছে অসংখ্য জনপ্রিয় গানের এই গায়িকাকে।

গৃহকর্মী না থাকায় গত এক বছর ধরে কাজ করতে করতে রীতিমত হাঁফিয়ে উঠেছেন সাবিনা। ঢাকা পোস্টের সঙ্গে আলাপচারিতায় সেই দুঃখের কথাই জানিয়েছেন তিনি।

সাবিনা ইয়াসমীন বলেন, ‘এক বছর আগে আমার বাসার কাজের লোক চলে গেছে। এরপর থেকে বাসায় কোনো কাজের লোক নাই। সব কাজ আমার নিজেকেই করতে হচ্ছে। এই জন্য খুব কষ্ট হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত অনেক মানুষকে বললাম কাজের লোক খুঁজে দিতে। কেউ লোক দিতে পারছে না। তাই খুব সমস্যায় আছি। কাজ করতে করতে শরীর খারাপ হয়ে গেছে।’

এ সময় একজন কাজের লোক খুঁজে দেওয়ার কথাও বলেন তিনি।

‘এই তুমি সেই তুমি’র গান রেকর্ডিংয়ের ফাঁকে কবরীর সঙ্গে সাবিনা ইয়াসমীন 

সারাহ বেগম কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ দিয়ে প্রথমবারের মতো সিনেমার সংগীত পরিচালনায় নাম লেখান সাবিনা ইয়াসমীন। তিনি এখন ব্যস্ত সিনেমাটির গান তৈরি নিয়ে। এখনও দুটি গানের রেকর্ডিং বাকি বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, পাঁচ দশক ধরে নিয়মিত গান করে যাচ্ছেন ৬৭ বছর বয়সী এই গায়িকা। দেশাত্মবোধক গানের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত। চলচ্চিত্রেও তাঁর গাওয়া জনপ্রিয় গানের সংখ্যা অনেক। বেতার, টেলিভিশনেও শত শত গান করেছেন তিনি।

শ্রেষ্ঠ গায়িকা হিসেবে রেকর্ড ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সাবিনা ইয়াসমীন। পেয়েছেন আরও নানান সম্মাননা।

আরআইজে