জন্মদিনে মার্সিডিজ মাইবা গাড়ি কিনলেন রণবীর
বলিউডের ‘খিলজি’ রণবীর সিং নিজের ৩৬তম জন্মদিন উদযাপন করেছেন মঙ্গলবার (৬ জুলাই)। এবারের জন্মদিনে রণবীর নিজেই নিজেকে দিলেন দারুণ এক উপহার। এই অভিনেতা কিনে নিয়েছেন মার্সিডিজ মাইবা GLS-৬০০ গাড়িটি। যার দাম ২.৪৩ কোটি টাকা।
মার্সিডিজ মাইবা GLS-৬০০ গাড়ির মডেলটি গত মাসেই ভারতে লঞ্চ হয়েছে। নিত্য নতুন মডেলের গাড়ি নিজের সংগ্রহে রাখা রণবীরের ভীষণ পছন্দ। তাই আর দেরি না করলেন না এই বলিউড অভিনেতা। গাড়িটি কিনতে নিজের জন্মদিনকেই বেছে নিয়েছেন তিনি। শুধু মার্সিডিজ নয়, গত মাসেই রণবীর আরও একটি নতুন মডেলের গাড়ি কিনেছিলেন। যেটি ছিল ল্যাম্বরগিনি উরুস পার্ল ক্যাপসুল। দাম পড়েছিল ৩.১৫ কোটি টাকা। ল্যাম্বরগিনির এই মডেলটি ভারতে লঞ্চ হয়েছিল মার্চ মাসে।
বিজ্ঞাপন
মধ্যবিত্ত পরিবার থেকে বলিউডে আসা রণবীর নিজের পায়ের তলার মাটিটা বেশ শক্ত করে নিয়েছেন। অভিনয় দক্ষতা দিয়ে বুঝিয়ে দিয়েছেন বলিউড তারকাদের শিখরে বসার জন্যই তিনি নিজেকে তৈরি করছেন। বলিউডে তার মতো এনার্জেটিক অভিনেতা খুব কমই আছে বলে মনে করা হয়। অভিনয় দক্ষতা ও কাজের প্রতি নিষ্ঠার জোরেই মাত্র ৩৬ বছরের বয়সের মধ্যেই একাধিক বিলাসবহুল গাড়ি কেনার সামর্থ্য তৈরি করেছেন রণবীর ওরফে ‘বলিউডের খিলজি’।
রণবীর এখন বলিউডের অন্যতম ‘হায়েস্ট পেইড’ অভিনেতা। রণবীরের কাছে রয়েছে অস্টিন মার্টিন র্যাপিড এস ব্র্যান্ডের গাড়ি, যার দাম ৩.৮৮ কোটি টাকা। এছাড়া তার কাছে রয়েছে রয়েছে ১.৬ কোটি টাকা ল্যান্ড রোভার রেঞ্জ রোভার, ৯৯.৫৬ লাখ টাকার জাগুয়ার ফ্ল্যাগশিপ এক্স জে এল, অডি কিউ ফাইভ, ল্যান্ড ক্রুজার প্রাডো এবং মারুতি সুজুকি সিয়াজ।
বিজ্ঞাপন
সূত্র: জি নিউজ
এসএসএইচ