সিঙ্গেল গানের যুগে শিল্পী বিশ্বাসের ইপি অ্যালবাম
সুগায়িকা হিসেবে এরইমধ্যে নিজের আলাদা পরিচিতি তৈরি করতে সমর্থ হয়েছেন গায়িকা শিল্পী বিশ্বাস। বিভিন্ন উৎসব উপলক্ষ্যে সবসময়ই শ্রোতাদের নতুন গান উপহার দেন তিনি। সেই ধারাবাহিকভাবে এবার তিন গানের একটি ইপি অ্যালবামের কাজ সম্পন্ন করেছেন এই গায়িকা।
অ্যালবামটির নাম দিয়েছেন তিনি ‘আমার মন জানে’। তিনটি গানের মধ্যে দুটির সুর করেছেন সুজিত মোস্তফা। এগুলো হলো-‘‘কোনো দোষ না করে’ এবং ‘পাল ছিড়ে গেছে’। সেমি ক্লাসিক্যাল ঘরানার এ গান দুটির কথা লিখেছেন যথাক্রমে আশরাফ হোসেন ও মোস্তফা আনোয়ার স্বপন। আরেকটি গানের শিরোনাম ‘কত তোরে চাই’। এটির কথা-সুর করেছেন নাজির মাহমুদ।
বিজ্ঞাপন
শিল্পী বিশ্বাস বলেন, ‘অনেক বছর ধরে গানের সঙ্গে আছি। হিট বা জনপ্রিয়তার চেয়ে ভালো মানের গানের দিকেই ফোকাস করেছি বেশি। বর্তমানে সিঙ্গেল গান প্রকাশের জোয়ার চললেও আমি নিজের ভালোলাগা থেকে এই ইপি অ্যালবামটি করেছি। রুচিশীল শ্রোতারা গানগুলো পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’
এই গায়িকা আরও জানান, নিজের ইউটিউব চ্যানেলে প্রথমে অডিও জুকবক্স আকারে ইপি অ্যালবামটি প্রকাশ করবেন তিনি। তারপর স্টুডিও ভার্সন কিংবা ভিডিওতে গানগুলো আলাদাভাবে উন্মুক্ত করবেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ‘সোনাপাখি’সহ একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন শিল্পী বিশ্বাস। স্টেজেও তিনি বেশ নিয়মিত। তবে করোনার কারণে আপাতত ঘরবন্দিই আছেন। বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী এবং ওস্তাদ সুজিত মোস্তফার কাছে এখনো গান শিখছেন এই শিল্পী।
আরআইজে