বাপ্পা মজুমদার, ছবি : সংগৃহীত

নতুন বছরের প্রকাশ গান দিয়েই আলোচনায় দেশের নন্দিত গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। ৯ জানুয়ারি নিজের ইউটিউব চ্যানেল ‘বাপ্পা মজুমদার’ থেকে ‘এলোমেলো হয়ে গেলো’ শিরোনামের গানটি প্রকাশ করেন তিনি।

অডিওর গানটির ওপর গুরুত্ব দিয়ে খুব সাদামাটাভাবে গানটির ভিডিও বানিয়েছেন তিনি। সাদাকালো রঙের ভিডিওতে দেখা যায় পিয়ানো বাজিয়ে গানটি গাইছেন ‘দলছুট’-এর গায়ক। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা-সুরও করেছেন বাপ্পা নিজে।

ক্লাসিকাল ঘরানার গানটি প্রকাশের পর থেকেই বাপ্পার শুভাকাঙ্খী ও ভক্তরা নিজেদের ভালোলাগার কথা জানাচ্ছেন। অনেকেই ফেসবুকে শেয়ার করে নিজের অনুভূতি শেয়ার করছেন।

স্ত্রী-কন্যার সঙ্গে বাপ্পা মজুমদার, ছবি : সংগৃহীত 

গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘অন্য ৮-১০টি গানের চেয়ে এটি আমার কাছে আলাদা। কারণ গত ১৮ ডিসেম্বর ছিল আমার একমাত্র কন্যা পিয়েতার প্রথম জন্মদিন। তার জন্মদিনে ভাবতে ভাবতেই গানটি লেখা হয়ে যায়। প্রকাশের পর থেকে সবার ভালোলাগা দেখে আরও ভালো লাগছে।’

সবাইকে ধন্যবাদ দিয়ে বাপ্পা বলেন, ‘গানটির প্রতি ভালোবাস এবং সমর্থক যোগানোর জন্য সবাইকে ধন্যবাদ। আমি নতুন করে আবারও উপলব্ধি করতে পেরেছি যে মিউজিকটা আমরা বিশ্বাস করি সেটা করা কতটা গুরুত্বপূর্ণ। আমার গভীর ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনাদের সবার জন্য।’

আরআইজে