জন্মদিনে হৃতিককে প্রাক্তনের ভিডিও শুভেচ্ছা
১০ জানুয়ারি (রবিবার) ছিল হৃতিক রোশনের জন্মদিন। ৪৭-এ পা দিলেন এই বলিউড তারকা। জন্মদিনে পেয়েছেন ভক্ত ও তারকাদের অনেক অভিনন্দন। এত শুভচ্ছোর ভিড়ে প্রিয় মানুষের বার্তা সবসময় বিশেষ কিছু।
জন্মদিনের প্রাক্তন স্ত্রী সুজানা খান শুভেচ্ছা জানিয়েছেন হৃতিকে। শুধু শুভেচ্ছা নয়, হৃতিককে নস্টালজিকও করে তুলেছেন। ইনস্টাগ্রামে দুই ছেলের সঙ্গে হৃতিকের একগুচ্ছ ছবি ভিডিও আকারে পোস্ট করেছেন তিনি।
বিজ্ঞাপন
পোস্টে সুজান লেখেন, ‘শুভ জন্মদিন রে। জীবন সুন্দর ও উষ্ণতম হোক তোমার। সামনের জীবন আরো সুন্দর হোক। ২০২১ তোমার জীবনে আশীর্বাদ বয়ে আনুক।’
২০০০ সালে বলিউডে অভিষেক হয় হৃতিকের। প্রথম সিনেমার নাম ‘কাহোনা পেয়ার হ্যায়’। একই বছর গাঁটছড়া বাঁধেন হৃতিক- সুজানা। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তাদের বিভিন্ন ছবি প্রকাশ পেয়েছে বহুবার। যেখানে সবসময় উচ্ছ্বসিত এক জুটিকে দেখেছেন ভক্তরা।
বিজ্ঞাপন
বছরের বিভিন্ন সময় ঘুরতে বেরিয়েছেন তারা। সঙ্গে ছিল দুই ছেলে। সেই মুহূর্তগুলো আজও নিংড়িয়ে বেড়ান দুজনে। কারণ আট বছর আগেই দুজনের পথ বেঁকে গেছে দুদিকে। ২০১৩ সালে দীর্ঘ ১৩ বছর সংসারের ইতি টানেন।
বিচ্ছেদের পর প্রাক্তনদের নিয়ে বিভিন্ন বিতর্কের উঠে আসে খবেরের শিরোনামে। কিন্তু সেক্ষেত্রে হৃতিক-সুজানা জুটি ভিন্ন এক উদাহরণ। বিচ্ছেদের পরেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও শ্রদ্ধাবোধ রয়েছে। সুজানা এখনও স্বীকার করেন, হৃতিক পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তাই ছেলেদের নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত তিনি।
প্রসঙ্গত, জন্মদিনে নতুন এক চমক দেন হৃতিক। ইনস্টাগ্রামে ‘ফাইটার’ সিনেমার এক ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে দেখা যায় ২০২২ সালে মুক্তি পাবে এই সিনেমা। হৃতিকের বিপরীতে এখানে দেখঅ যাবে দীপিকা পাড়ুকোনকে।
এমআরএম