তরুন প্রতিভাবান সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। শনিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪১ মিনিটে রাজধানীর বেটার লাইফ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। গত ৬ জুলাই থেকে তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। ৮ জুলাই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং ১১ জুলাই থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

এই ক্ষণজন্মা শিল্পী একাধারে ছিলেন কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকবি, সিনেমাটোগ্রাফার ও  পরিচালক। তার অকার প্রয়াণে শোক প্রকাশ করেছে সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

তার বিদেহী আত্মার শান্তি কামনা করে সংগঠনের সভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, এত অল্প বয়সে এমন প্রতিভাকে হারিয়ে ফেলা মেনে নেওয়া যায় না। বর্ণর প্রতিভার বিচ্ছুরণ আমাদের আরো আলোকিত করতে পারতো।

সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিৎ বলেন, বর্ণ ছিল খুব মিষ্টভাষী ও পরিশ্রমী ছেলে। ওর সাথে কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আরো অনেক কিছু দেবার ছিল বর্ণর। সৃষ্টিকর্তা বর্ণর আত্মাকে শান্তিতে রাখুক এই কামনা করি।

উল্লেখ্য বর্ণ চক্রবর্তীর জন্ম ৩১ জানুয়ারি ১৯৮৮। নিজের সৃষ্টিকর্ম প্রকাশে তাঁর মাধ্যম ছিল নিজ প্রতিষ্ঠান হিউজ স্টুডিও।

আরআইজে/কেআই