অভিনয়ের মুন্সিয়ানা দিয়ে ঢাকাই চলচ্চিত্রে এখন বেশ শক্ত অবস্থান চঞ্চল চৌধুরীর। প্রযোজকদের এই ‘ট্রাম্প কার্ড’কে এবার দেখা যাবে বন্ধবন্ধুর বায়োপিকে। 

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সিনেমাটির জন্য নির্বাচিত শিল্পী ও কলাকুশলীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সেখানেই জানানো হয় চঞ্চলের অন্তর্ভুক্তির বিষয়টি। একই চরিত্রে ৬৫ থেকে ৯৪ বছর বয়সীর ভূমিকায় দেখা যাবে খাইরুল আলম সবুজকে। 

অনুষ্ঠানে চঞ্চল বলেন, ‘ইতিহাসের একটি অংশ হতে পেরে আমি বেশ আনন্দিত। বঙ্গবন্ধুর বায়োপিকে কাজের সুযোগ মানে বড় একটি বিষয়। এত বড় কাজ এর আগে হয়নি। চেষ্টা করবো ভালো কিছু করার।’

ভারতের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল নির্মাণ ‘বঙ্গবন্ধু’ নামের এই সিনেমা। ঘোষণার পর অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয় অভিনয়শিল্পীদের নাম। চুক্তির পর প্রথম লটের দৃশ্যধারণের কথা ছিল গত বছরের মার্চে। কিন্তু করোনার কারণে তা স্থগিত হয়ে যায়।

নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী ২৫ জানুয়ারি থেকে ভারতের মুম্বাইয়ে ছবিটির প্রথম লটের শুটিং শুরু হওয়ার কথা। এতে অংশ নিতে ১৯ জানুয়ারি চঞ্চল চৌধুরীসহ বেশ কয়েকজন মুম্বাই পৌঁছাবেন। 

সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ। শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে থাকবেন নুসরাত ফারিয়া। শেখ হাসিনার আরও দুই বয়সের চরিত্রে থাকবেন জান্নাতুল সুমাইয়া ও ওয়ানিয়া জারিন আনভিতা। বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর ছোটবেলা ও বড়বেলার চরিত্রে দেখা যাবে প্রার্থনা ফারদিন দীঘি ও নুসরাত ইমরোজ তিশাকে। 

এছাড়া আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, সৈয়দ নজরুল ইসলামের চরিত্রে সায়েম সামাদ, তাজউদ্দিন আহমেদের চরিত্রে ফেরদৌস আহমেদ, এ এইচ এম কামারুজ্জামান চরিত্রে সমু চৌধুরী, মনসুর আলীর চরিত্রে খলিলুর রহমান কাদেরী, এ কে ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকির আহমেদ, খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে ফজলুর রহমান বাবু, আইয়ুব খানের চরিত্রে মিশা সওদাগর প্রমুখ অভিনয় করবেন। 

এমআরএম/আরআইজে