টক খেতে দারুণ ভালবাসেন দীপিকা পাড়ুকোন। যে কোনও দিন যে কোনও সময় হাতের কাছে পেলেই হল। ব্যাস, টক খাওয়া শুরু করেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। টক পেলে শুটিং ছেড়েও খাবেন তিনি!

মেকআপ উঠুক,  লিপস্টিক মুছে যাক, কিচ্ছু যায় আসে না তার। পাকা তেঁতুল, কাঁচা আম বা টক-ঝাল আঁচার পেলে তাঁর মুখে একটাই শব্দ... ইয়ামমমম।

দীপিকা নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিওতে এই ‘টক’ রহস্য উম্মোচন করেন। আর খবরটি প্রকাশ করেছে আনন্দবাজার।

ওই ভিডিও দেখে নেটিজেনরা সবচেয়ে মজা পেয়েছেন, টক খাওয়ার কথা বলতেই দীপিকার এক চোখ বুজে যাওয়ায়।

ভিডিওর শুরুতেই কেউ একজন বলিউড তারকাকে প্রশ্ন করেন 'কী খাচ্ছ তুমি?' তারপরই নিজের খাওয়ার কথা বলতে থাকেন দীপিকা। তাঁর পছন্দ বাড়িতে বানানো দক্ষিণী খাবার। যেমন রসম আর ভাত। বলেই চূড়ান্ত টক খাওয়ার মুখভঙ্গী করেন অভিনেত্রী। পর্দায় তখন দুধ সাদা ভাতে দক্ষিণী টক ঝাল মিষ্টি পদ রসম পড়ার ছবি।

পাকা তেঁতুল, কাঁচা আমের রস, রসুন, লঙ্কা গুড় এবং আরও নানা উপাদানে তৈরি এই দক্ষিণী পদ। আর দীপিকার কাছে তার আকর্ষণ সীমাহীন। এতটাই যে মেকআপের ফাঁকেই খেতে শুরু করে দেন। 

ভিডিওটি পোস্ট করে বিবরণে দীপিকা জানতে চান, 'তোমাদের আয়েশ করে খাওয়ার খাবার কী'?

সঙ্গে সঙ্গেই পরিণীতি চোপড়ার জবাব, 'পিৎজাআআআ...'। অনন্যা পান্ডে লেখেন, 'তোমার বাড়ির দক্ষিণী খাবার আমিও পছন্দ করি'।

উল্লেখ্য, খুব শিগগিরই শকুন ব্যাত্রার পরবর্তী সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন দীপিকা আর অনন্যা। এ ছাড়াও হৃতিক রোশনের বিপরীতে ‘ফাইটার’ এবং শাহরুখের সঙ্গে ‘পাঠান’ সিনেমায় দেখা যাবে দীপিকাকে।

আরআইজে