পরপর তিন টি-টোয়েন্টি ম্যাচে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের তাদের বিরুদ্ধে সিরিজ জয় করেছে বাংলাদেশ। টাইগারদের এই ঐতিহাসিক জয়ের আনন্দ পুরো দেশে ছড়িয়ে গেছে। শুক্রবার (৬ আগস্ট) রাতে খেলা শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় যেন শুভেচ্ছার বন্যা বইছে।

ক্রিকেটভক্ত সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও সামিল হয়েছেন এই আনন্দ-উল্লাসে। ফেসবুকে পোস্ট দিয়ে দেশের সিনেমা, নাটক ও সংগীতাঙ্গনের অনেক তারকা শুভেচ্ছা জানিয়েছেন।

সুপারস্টার শাকিব খান তার ফেসবুক পেজে লিখেছেন, ‘সেরা দক্ষতা প্রকাশ করে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টী সিরিজ জেতা আমাদের জন্য ঐতিহাসিক জয়। ভালোবাসা সবার জন্য।’

জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘জেতো কিংবা হারো, তোমরাই আমাদের সারাজীবনের প্রিয় দল। অভিনন্দন বাংলাদেশ দল।’

শুক্রবার বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলার আগে ঢাকা পোস্ট-এর কাছে আশাবাদ ব্যক্ত করেছিলেন জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি বলেছিলেন, ‘আজও বাংলাদেশ জিতবে’। তার সেই কথাই ফলে গেল। তাই অন্যদের চেয়ে অনেক বেশি আনন্দিত তিনি। ফেসবুকে এ নায়িকা লিখেছেন, ‘আমি তো আগেই বলেছিলাম ‘আজকেও বাংলাদেশ জিতবে’। অভিনন্দন বাংলার দামাল ছেলের দল। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমবারের মতো (টি-টোয়েন্টি) সিরিজ জিতে তোমরা আমাদের গর্বিত করেছো।’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘ইতিহাস সৃষ্টি হয়ে গেল। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল।’

চিত্রনায়িকা বুবলী লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি। ভালোবাসা টাইগারেরা।’

চিত্রনায়ক নিরব তার ফেসবুকে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ’। এছাড়া অভিনেতা আফরান নিশো ‘আলহামদুলিল্লাহ্‌’ লিখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী লিখেছেন, ‘বাঘের থাবায় ক্যাঙ্গারু কুপোকাত’।

কেআই