রকস্টার মিজান রহমান এবার নিয়ে আসছেন নতুন গান-ভিডিও। যেটির শিরোনাম ‘যত দূরে যাও’। বেদনার চোরাবালিতে ডুবে যাওয়া এক প্রেমিক হৃদয়ের আর্তনাদের গান এটি।

গানটির কথা লিখেছেন দেওয়ান লালন আহমেদ বাপ্পী। সুর ও সংগীতায়োজনে রাজিব হোসাইন। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

গানটি নিয়ে মিজান রহমান বলেন, ‘লালনের কাব্যমালায় কি যেন একটা আছে, যা হৃদয়ের কোনে গিয়ে ঘুরপাক খায়। তার গান গাইতে আমার বরাবরই ভালো লাগে। এই গানটিও প্রাণ খুলে গাওয়ার চেষ্টা করেছি। বাকিটা প্রকাশের পর শ্রোতারা বিবেচনা করবেন।’

আগাকীকাল বুধবার (১১ আগস্ট) ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে গানচিত্রটি অবমুক্ত করা হবে। পাশাপাশি অডিওটি শুনতে পাওয়া যাবে দেশি বিদেশি একাধিক অ্যাপে।

আরআইজে