অভিনেত্রী ছন্দা এবার নির্মাতা
গোলাম ফরিদা ছন্দা
টিভি নাটকের গুণী অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। দীর্ঘ দিন ধরে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত। তবে এবার তিনি আত্মপ্রকাশ করছেন নির্মাতা হিসেবে। শনিবার (১৪ আগস্ট) প্রচারে আসছে তার নির্মিত প্রথম নাটক ‘জোছনা’।
জাতীয় শোক দিবস উপলক্ষে তৈরি করা হয়েছে বিশেষ এই নাটক। এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, আরমান পারভেজ মুরাদের মতো গুণী অভিনয়শিল্পীরা। শনিবার বিকাল ৪টায় ‘ক্রাউন প্লাস’ ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
অভিনেত্রী ও নির্মাতা ছন্দা বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাংলা ও বাঙালি যতদিন রবে, ততদিন এই শোকের নদী বয়ে যাবে। এই বিশেষ দিনটিকে ঘিরে আমার নির্মাণের পথচলা শুরু হচ্ছে, এটা ভালোলাগার ব্যাপার। চেষ্টা করেছি প্রাসঙ্গিক একটা গল্প উপস্থাপন করতে। আশা করি দর্শকদের ভালো লাগবে।
বিজ্ঞাপন
‘জোছনা’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরারি ফরহাদ। শোয়েব চৌধুরীর গল্প অবলম্বনে নির্মিত এ নাটক প্রযোজনা করেছে ক্রাউন এন্টারটেইনমেন্ট।
প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও তাজুল ইসলাম জানান, জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্রাউন এন্টারটেইনমেন্ট বেশ কিছু নাটক, টেলিফিল্ম ও বিশেষ দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রযোজনা করেছে। এগুলোর মধ্যে নূর মোহাম্মদ মনি পরিচালিত ‘জনক ও সন্তান’, আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘মরুদ্দির কম্বল’, সুমন ধর পরিচালিত ‘আমাদের খোকা’, গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘রানার’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
কেআই