তাসকিন রহমান, ছবি : সংগৃহীত

‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় খল চরিত্রে দুর্দান্ত অভিনয় করে আলোচনায় আসেন অস্ট্রেলিয়া প্রবাসী  অভিনেতা তাসকিন রহমান। এখনও তিনি অস্ট্রেলিয়াতেই আছেন। তবে এই মুহূর্তে তিনি রয়েছেন অস্ট্রেলিয়ার চিকিৎসকদের তত্ত্বাবধানে। কারণ এই অভিনেতার চোখে লেজার সার্জারি করা হয়েছে।

জানা যায়, গত নভেম্বর মাসে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

তারও আগে গত আগস্ট মাসে দেশে থাকাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। করোনার কারণে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় যেতে পারছিলেন না। পরে বিমান যোগাযোগ কিছুটা স্বাভাবিক হলে নভেম্বরে তিনি দেশ ছাড়েন। সেখানকার চিকিৎসকেরা নানা পরীক্ষা-নিরীক্ষার পর তার চোখে লেজার সার্জারি করেন।

তাসকিন রহমান, ছবি : সংগৃহীত 

তাসকিন বলেন, ‘আমার চোখে লেজার সার্জারি করা হয়েছে। প্রায় ছয় ঘণ্টা ধরে চিকিৎকেরা আমার সার্জারি করেন। এখন আগের চেয়ে ভালো আছি। ডাক্তারের পরামর্শ মেনে বিশ্রামে আছি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এর ফলোআপ পাবো।’

উল্লেখ্য, সর্বশেষ, ‘১৫ আগস্ট ১৯৭৫’ শিরোনামের সিনেমায় অভিনয় করেছিলেন নীল চোখের এই অভিনেতা। তাঁর অভিনীত ‘গিরগিটি’, ‘ওস্তাদ’, ‘শান’সহ পাঁচ ছবির শুটিং এখনো অসম্পূর্ণ রয়েছে। এছাড়া কাজ বাকি আছে ছয়টি ছবির ডাবিংয়ের।

কদিন আগে মুক্তি পায় তাসকিন অভিনীত রায়হান রাফির ওয়েব ফিল্ম ‘জানোয়ার’। এতে তাসকিনের অভিনয় বেশ প্রশংসা কুড়াচ্ছে। ভক্ত-শুভকাঙ্খীদের প্রত্যাশা খুব দ্রুতই তাসকিন সুস্থ হয়ে উঠবেন। দেশে ফিরেও আবারও শুরু করবেন সিনেমার শুটিং।

আরআইজে