এইতো মাত্র দুদিন আগেই মা হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এ ঘটনার এক দিন যেতে না যেতেই নুসরাতের একটি ছবি নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে। 

ওই ছবিতে দেখা যায়, হাসপাতালের নীল পোশাক পরে রয়েছেন নুসরাত। তার কোলজুড়ে রয়েছে একটি ঘুমন্ত শিশু। অনেকে ভেবেই নিয়েছেন, হাসপাতাল থেকেই ফাঁস হয়েছে নুসরাতের সঙ্গে তার ছেলের ছবি! 


কিন্তু একটু ভালোভাবে ছবিটির দিকে তাকালেই বোঝা যাবে, এতে প্রযুক্তির সাহায্যে কারিগরি করে বসিয়ে দেওয়া হয়েছে নুসরতের মুখ। হাসপাতালের শয্যাতেও নুসরাতের চুল সুবিন্যস্ত এবং তার ঠোঁটে হালকা রঙের লিপস্টিক। বুঝে নিতে সমস্যা হয় না যে, পুরনো কোনও ছবি থেকে নুসরাতের মুখাবয়ব নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে অন্য এক নারীর মুখে । সুতরাং ছবিতে থাকা শিশুটিও যে নুসরাতের সন্তান নয়, তা স্পষ্টতই সামনে চলে আসে। 

এখনও নুসরাতের সন্তানের ছবি সামনে না এলেও জানা গেছে তার নাম। ছেলের নাম ঈশান রেখেছেন তিনি। এক মুহূর্তের জন্য চোখের আড়াল করছেন না ছেলেকে। খিদে পেল কি না, কিংবা কোনো সমস্যা হচ্ছে কি না, সব খেয়াল রাখছেন তিনি। মা হিসেবে নুসরাতের নতুন অধ্যায়ে পাশে রয়েছেন যশ।

আরএইচ