একাধারে একজন মেধাবী গায়ক, গীতিকার ও সুরকার সারোয়ার শুভ। সংগীত নিয়েই যত স্বপ্ন দেখেন তিনি। তবে গানের এই মানুষটি হঠাৎ হয়ে গেলেন শখের অভিনেতা। প্রথমবারের মতো অভিনয় করেছেন তিনি। তাও আবার বড় পর্দায়। ‘তালাশ’ নামের সিনেমাটি পরিচালনা করছেন সৈকত নাসির।

সিনেমায় শুভ নামেই অভিনয় করেছেন সারোয়ার শুভ। এতে নায়কের ভূমিকায় রয়েছেন একে আজাদ আদর এবং নায়িকার ভুমিকায় শবনম বুবলী।

সারোয়ার শুভ বলেন, ‘সৈকত নাসির ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। বিভিন্ন সময়ে বিভিন্ন কনসেপ্ট নিয়ে আমাদের আড্ডা এবং গঠনমূলক আলোচনা হয়। এই সিনেমার গল্পটি তিনি আমাকে শেয়ার করেছিলেন। কিন্তু তখনও জানতাম না যে এখানে আমাকে অভিনয় করতে হবে। যখন সিনেমার কাস্টিং ঠিক করা হচ্ছে, তখনই হুট করেই ভিজ্যুয়ালাইজার টিম থেকে আমাকে সিনেমাটিতে অভিনয়ের কথা বলা হয়।’

শুভ আরও বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় এবং আনন্দের ব্যাপার। আমি চেষ্টা করেছি চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। আশা করি সবাই পছন্দ করবেন।’

আরআইজে