দেশের দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরী। ছোট পর্দার নাটক হোক কিংবা বড় পর্দার সিনেমা, সবখানেই তার অভিনয়ের সাফল্য দারুণ। যুগের সঙ্গে তাল মিলিয়ে নাম লিখিয়েছেন ওয়েব দুনিয়াতেও। এখানেও পেয়েছেন সফলতা। তার অভিনীত একাধিক ওয়েব সিরিজ তুমুল আলোচিত হয়েছে।

ফের ওয়েব কনটেন্টে যুক্ত হলেন চঞ্চল। এবার সিরিজ নয়, দীর্ঘ ওয়েব সিরিয়াল। নাম ‘রূপকথা নয়’। জানা গেছে, শতাধিক পর্বে নির্মিত হবে রোম্যান্টিক-থ্রিলার ঘরানার সিরিয়ালটি। এটি নির্মাণ করছেন ‘সাপলুডু’ খ্যাত গোলাম সোহরাব দোদুল। মুক্তি পাবে ভারতের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে।

নির্মাতা সূত্রে জানা গেছে, শনিবার থেকেই শুরু হচ্ছে এই সিরিয়ালের শুটিং। এতে চঞ্চলকে দেখা যাবে একজন ধনাঢ্য ব্যক্তির ভূমিকায়। তাকে ঘিরেই নানা রহস্য আর ঘটনার আবর্তন হবে।

এই সিরিয়ালে চঞ্চলের সঙ্গে থাকছেন মেধাবী দুই অভিনেত্রী মৌসুমী হামিদ ও জান্নাতুল সুমাইয়া হিমি। এছাড়াও অভিনয় করছেন ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভুঁইয়া, শিল্পী সরকার অপু প্রমুখ। তবে পর্ব বাড়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন শিল্পীরাও যুক্ত হবেন বলে জানিয়েছেন নির্মাতা দোদুল।

এদিকে নতুন ওয়েব কনটেন্টে যুক্ত হয়ে চঞ্চল জানান, তিনি এখন চরিত্রের মধ্যে ডুবে আছেন। তাই এর বেশি কিছু বলতে চাইছেন না।

কেআই