সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চিত্রগ্রাহক রাহাতের
অনিমেষ রাহাত, ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ চিত্রগ্রাহক অনিমেষ রাহাত। বুধবার (২০ জানুয়ারি) নিজের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেলে করে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
রাহাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী চিত্রগ্রাহক ইসমাইল হোসেন লিটন।
বিজ্ঞাপন
লিটন বলেন, ‘ভোর ৬টার দিকে রাহাত সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সকালে ঘুম থেকে উঠেই তার মৃত্যুর খবরটি শুনতে পাই। রাহাতের এমন অকাল মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে।’
ক্যামেরার পেছনের মানুষটির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নির্মাতা সৈকত নাসির, নঈম ইমতিয়াজ নেয়ামুল, শিহাব শাহিনসহ অনেকে।
বিজ্ঞাপন
চিত্রগ্রাহক রাশেদ জামান রাহাতের মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে লেখেন, ‘ঝরে গেল আরও একটি উত্তাল তারুণ্য। অসম্ভব ভদ্র এই ছেলেটি কঠিন পরিশ্রম করে নিজের চেষ্টায় ক্যামেরা সহকারী থেকে স্টেডিক্যাম অপারেটর হয়েছিল। কিছুদিন আগে এসেছিল দেখা করতে। ওর ডেমো রিল এবং স্টেডিক্যাম দেখাতে। আমাকে এই করোনাকালেও কতবার ফোন দিয়েছে, তার নানা স্বপ্ন ও ইচ্ছার কথা শোনাতে। তার পরিবারের, বন্ধুদের, সহকর্মীদের, আমাদের সবার অনেক ক্ষতি হয়ে গেল।’
তিনি আরও লেখেন, আরো কত লক্ষ শট নেওয়া বাকী ছিলো রাহাতের। ওর বেড়ে ওঠা ‘প্রাণ’ কোম্পানির ক্যামেরার দলে। রাহাতের সকল সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা রইলো। আত্মার শান্তি কামনা করছি ‘
জানা যায়, অনিমেষ রাহাত কলকাতায় এসকে মুভিজে ক্যামেরা সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। সেখান থেকে দেশে ফিরে স্টেডিক্যাম নিয়ে প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন। ‘ডুব’, 'নবাব এল এল বি ‘গাঙচিল’, ‘মুক্তি’সহ বেশকিছু সিনেমায় স্টেডিক্যাম চালিয়ে প্রশংসিত হয়েছিলেন তিনি।
গত ২০ ডিসেম্বর ফেসবুকে এক পোস্টে রাহাত লিখেছিলেন, ‘জীবনটা খুব ছোট, সময় খুব দ্রুত চলে যায়, প্রতি উত্তর করো না, নিজেকে গুটিয়ে নিও না, প্রতিটা মুহূর্ত উপভোগ করো।’ সেই রাহাত নিজেই আজ পৃথিবী ছেড়ে চলে গেলেন।
আরআইজে