‘গরুর মাংস রান্না’ বিতর্কে দেবলীনার বিরুদ্ধে থানায় অভিযোগ
গরুর মাংস রান্না ও খাওয়া নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশ্যে মন্তব্য করায় হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ এনে কলকাতার অভিনেত্রী দেবলীনা দত্ত এবং নির্মাতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। এই এফআইআরটি দায়ের করেন তরুণজ্যোতি তিওয়ারি নামের এক বিজেপি নেতা ও আইনজীবী।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) পশ্চিমবঙ্গের বাগুইআটি থানায় অভিযোগপত্রটি দায়েরের আগে সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েও দিয়েছিছেন ওই অভিযোগকারী।
বিজ্ঞাপন
দেবলীনা দত্ত এবং অনিন্দ্য চট্টোপাধ্যায় নবমীতে গরুর মাংস খাওয়া এবং রান্না করা বিষয়ে টেলিভিশনে যে মতামত দিয়েছিলেন তা থেকেই মূলত বিতর্কের সূত্রপাত।
তরুণজ্যোতি তেওয়ারি নামের ওই অভিযোগকারী বলেন, আমি দেবী দুর্গার উপাসক। গরুকে পূজা করি। গরুকে যে কাটবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা সংবিধানের ৪৮ ধারায় উল্লেখ আছে। এই ধারা মেনে উত্তর প্রদেশ, গুজরাটে গরু খাওয়া বন্ধ হলেও পশ্চিমবঙ্গে হয়নি। নির্মাতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের নবমীর দিন গরু খাওয়া এবং দেবলীনা দত্তের মিডিয়া তথা জনসমক্ষে নবমীর দিন গরুর মাংস রান্না করার বিষয়টি আইনত অপরাধ।
বিজ্ঞাপন
উল্লেখ, এর আগে গরুর মাংস রান্না করা নিয়ে টেলিভিশনে কথা বলায় দেবলীনা দত্ত ধর্ষণ ও খুনের মতো হুমকিও পেয়েছিলেন। এ নিয়ে যাদবপুর থানায় অভিযোগও দায়ের করেছিলেন তিনি।
আরআইজে